প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৪ পিএম
সময়ের সঙ্গে সঙ্গে জুতা শুধু প্রয়োজন নয়, ফ্যাশনের অংশও হয়ে উঠেছে। স্টাইলিশ পোশাকের সঙ্গে মানানসই জুতা পরলে ব্যক্তিত্ব আরও ফুটে ওঠে। ঢাকার বাজারেও রয়েছে নানা ধরনের ও দামের জুতার সম্ভার। পাইকারি থেকে খুচরা, দেশিবিদেশি ব্র্যান্ড থেকে হাতে তৈরি জুতাÑ সবকিছুই পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক কোথায় কত দামের কেমন জুতো পাওয়া যায়।
হাতে বানানো জুতার বাজার
দেশি কারিগরদের হাতে তৈরি জুতার কদর সব সময়ই বেশি। এসব জুতা টেকসই, আরামদায়ক এবং নান্দনিকতার জন্য জনপ্রিয়। ঢাকায় কিছু নির্দিষ্ট এলাকা রয়েছে যেখানে মানসম্পন্ন হাতে তৈরি জুতা পাওয়া যায়।
আরমানিটোলা, পুরান ঢাকা
চামড়ার হাতে তৈরি জুতার জন্য বিখ্যাত। এখানকার কারিগররা নিজস্ব নকশায় বিভিন্ন রকমের জুতো তৈরি করেন। অধিকাংশ দোকানেই বিশেষ অর্ডার দিয়ে নিজের পছন্দমতো ডিজাইনের জুতো বানানো যায়।
নিউমার্কেট ও ইস্টার্ন প্লাজা
দেশি কারিগরদের তৈরি নানা ডিজাইনের হাতে বানানো জুতা পাওয়া যায় নিউমার্কেট এলাকায় ও ইস্টার্ন প্লাজায়। এখানে আধুনিক ও ঐতিহ্যবাহী উভয় ধরনের জুতা পাওয়া যায়, যা তুলনামূলক কম দামে কেনা সম্ভব।
জিগাতলা, ধানমন্ডি
কিছু বুটিক স্টোর ও কাস্টমাইজড সু মেকারদের দোকান রয়েছে, যেখানে এক্সক্লুসিভ ডিজাইনের হাতে তৈরি জুতা পাওয়া যায়। কাস্টম অর্ডার নেওয়া হয় এবং উচ্চমানের চামড়া ব্যবহার করা হয়।
চকবাজার ও ইসলামবাগ
এখানকার কারিগররা সাশ্রয়ী মূল্যে চামড়ার জুতা তৈরি করেন। পাইকারি কেনার জন্যও এটি একটি চমৎকার স্থান, যেখানে চামড়ার মান ভালো হলেও দাম তুলনামূলক কম।
মোহাম্মদপুর টাউন হল মার্কেট
হাতে তৈরি নকশাদার চামড়ার স্যান্ডেল ও ফরমাল জুতা পাওয়া যায়। এখানে অনেক দোকানে কাস্টমাইজড ডিজাইন ও আরামদায়ক সোলের অপশন পাওয়া যায়।
স্বল্পমূল্যের ও বাজেট-ফ্রেন্ডলি জুতার দোকান
যারা কম দামে ভালো জুতা চান, তারা যেতে পারেন-
গুলিস্তান, নিউমার্কেট ও গাউছিয়া ফুটপাত মার্কেট
এখানে আপনি পাবেন ৩০০-১০০০ টাকার মধ্যে ফ্যাশনেবল স্নিকার, স্যান্ডেল ও লেদার সু।
বাবুবাজার ও চকবাজার
বাবুবাজার ও চকবাজার পাইকারি বাজার হলেও খুচরাতেও জুতা বিক্রি হয়, যেখানে ৫০০ টাকার মধ্যে ভালো মানের লেদার সু পাওয়া যায়।
ফার্মগেট ফুটপাত মার্কেট
এখানে সাশ্রয়ী মূল্যে দৈনন্দিন ব্যবহারের জুতা পাওয়া যায়। যেখানে ক্যানভাস সু ৪০০-৭০০ ও অফিস সু মিলবে ৮০০-১৫০০ টাকার মধ্যে।
কাপাসগোলা ও ইসলামবাগ মার্কেট
এখানে পাইকারি ও খুচরায় জুতা বিক্রি হয়। লো বাজেটে ফরমাল ও ক্যাজুয়াল সুর জন্য কাপাসগোলা ও ইসলামবাগের দোকানগুলো ক্রেতাদের পছন্দের তালিকায় থাকে।
বয়স অনুযায়ী জুতার বাজার
শিশুদের জন্য
বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট ও গাউছিয়ায় শিশুদের জুতা পাওয়া যায়। এখানে ৫০০-২০০০ টাকা বাজেটে পেয়ে যাবেন শিশুদের চমৎকার সব জুতা।
কিশোর-কিশোরীদের জন্য
গাউছিয়া, নিউমার্কেট, স্টাইলো ও ক্যাটস আইয়ের শোরুমে স্টাইলিশ কিশোরদের জন্য রয়েছে জুতা কালেকশন। দাম পড়বে ১০০০-৩০০০ টাকার মধ্যে।
পুরুষদের জন্য
বাটা, এপেক্স, ওয়াকার, লোটো ও ক্যাটস আইয়ের শোরুমে ১৫০০-৫০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন ফরমাল ও ক্যাজুয়াল সু।
নারীদের জন্য
স্টাইলো, এপেক্স, আরজেএস ও ওয়াকারের শোরুমে বিভিন্ন ডিজাইনের হিল, স্যান্ডেল ও ফরমাল সু পাওয়া যায়। ১০০০-৪০০০ টাকা বাজেটের মধ্যে পেয়ে যাবেন নারীদের রুচি, পোশাকের সঙ্গে মিল রেখে চমৎকার সব জুতা।