সাদিয়া সিদ্দিকা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৭ পিএম
ছবি : সংগৃহীত
বাতাসে এখনও হালকা ঠান্ডার ছোঁয়া থাকলেও রোদের উষ্ণতা ইতোমধ্যে জানান দিয়েছে বসন্তের আগমন। সকালগুলোয় এখনও প্রায়ই দেখা যায় কুয়াশার আবরণ। তবু সেই হাড় হিম করা শীত এ বছরের জন্য বিদায় নিয়েছে। মাত্র কিছুদিন আগেই বিদায় নেওয়া এ শীতকালে আমাদের দেহ উষ্ণ রাখতে ব্যবহার করতে হতো হরেকরকমের পোশাক। নরম ওমের এ পোশাক যেন আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখত তীব্র শীতের আবহাওয়া থেকে। শীত চলে গিয়ে এবার পালা এ নরম পোশাকগুলো আবারও আলমারিতে তোলার। কিন্তু দীর্ঘদিন আলমারিতে ফেলে রাখলে অনেক সময়ই আমাদের এ পছন্দের পোশাক খুব সহজে নষ্ট হয়ে যেতে পারে। তাই শীতের পোশাক সংরক্ষণে বেশ কিছু কার্যকর উপায় অবলম্বন করা যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক সেসব টোটকা, যার মাধ্যমে আপনার প্রিয় শীতের পোশাক নষ্ট হওয়া থেকে দূরে রাখবে এবং দীর্ঘদিন ব্যবহারযোগ্য করে তুলতে পারবে!
আলমারিতে তোলার আগে ধুয়ে পরিষ্কার করুন
শীতের পোশাক গুছিয়ে রাখার অন্যতম একটি উপায় হলো একে ভালো করে ধুয়ে রাখা। সরাসরি গরম পানি ব্যবহার করলে তা পোশাক সংকুচিত করে ফেলতে পারে। সে ক্ষেত্রে ঠান্ডা পানি ব্যবহার করাই উত্তম। আবার অনেক পোশাকই সরাসরি ধোয়া যায় না, তাই প্রয়োজনে সেসব পোশাক ড্রাই ক্লিন করা যেতে পারে। দীর্ঘদিন ব্যবহার করার ফলে ঘাম জমে কিংবা ধুলাবালি থেকে পোশাকের ক্ষতির কারণ হতে পারে। তাই অবশ্যই পোশাক ধুয়ে তবে তা আলমারিতে তুলুন!
প্রয়োজনে পোশাক শুকিয়ে নিন
শীতের পোশাক সংরক্ষণে বহুল ব্যবহৃত একটি উপায় হলো ভালোভাবে শুকিয়ে নেওয়া। বিভিন্ন কারণেই শীতের পোশাক ভালোভাবে শুকানো খুব জরুরি। হালকা রোদে বা বাতাসে শুকিয়ে নেওয়া যেতে পারে। এতে পোশাকে কোনো ধরনের স্যাঁতসেঁতে ভাব থাকে না। এমনকি পোশাকে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণের আশঙ্কা কমে যাবে।
পোশাক পোকার হাত থেকে সুরক্ষিত রাখুন
শীতের উলের কাপড়ে পোকার আক্রমণ খুবই স্বাভাবিক বিষয়। এতে একটু যত্নের অভাবে নিজের পছন্দের পোশাকটি নষ্ট হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে যেতে পারে। আর এ সমস্যা থেকে রেহাই পেতে উলের পোশাক রাখার জায়গায় নিমপাতা, লবঙ্গ, সেডার কাঠের টুকরা বা ন্যাপথলিন বল ইত্যাদি রাখতে পারেন। এতে ভালো থাকবে আপনার প্রিয় উলের পোশাকটি।
পোশাক ভাঁজ করে তবেই সংরক্ষণ করুন
শীতের ভারী পোশাক যেমন সোয়েটার, ব্লেজার বা কার্ডিগান এসব ভাঁজ করে সংরক্ষণ করাই সবচেয়ে ভালো উপায়। অনেকেই এসব শীতের পোশাক হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখেন। এতে এগুলোর আকৃতি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সঠিক পদ্ধতি অনুসরণ করে ভাঁজ করে তবেই আলমারিতে রাখুন।
মাঝে মাঝে রোদে দেওয়ার অভ্যাস করুন
দীর্ঘদিন আপনার শীতের পোশাক আলমারিতে তুলে না রেখে মাঝে মাঝে বের করে রোদে দেওয়া ও বাতাস লাগানো যেতে পারে। এতে ওই পোশাক থাকবে সতেজ ও দুর্গন্ধমুক্ত।
সর্বোপরি, শীতের পোশাকের সঠিক যত্ন নিলে তা দীর্ঘদিন ভালো থাকে। এতে বারবার নতুন পোশাক কেনার প্রয়োজন হয় না। তাই এসব পোশাক সংরক্ষণের সময় একটু যত্নশীল হলেই প্রিয় পোশাক নতুনের মতো সুন্দর থাকবে।