মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৫ পিএম
অভিনেতা রাসেল ক্রো
অস্কারজয়ী হলিউড তারকা রাসেল ক্রোর বাড়ি নিউজিল্যান্ডে। তরুণ বয়সে জীবিকার খোঁজে অস্ট্রেলিয়ার সিডনিতে যান। সেখানে কিছুদিন একটি রেস্তোরাঁয় বেয়ারা হিসেবে কাজ করেন। একদিন ওই রেস্তোরাঁয় এলেন এক মার্কিন নারী। চেহারায় তার রাজ্যের বিরক্তি। ক্রোকে তিনি এক আজব ফরমাশ দিলেন। তাকে ক্যাফেইনমুক্ত কফি দিতে হবে। অথচ কফির মূল উপাদানই হচ্ছে ক্যাফেইন। তবে ক্রো এতে কোনো আপত্তি করেননি। অবলীলায় তিনি খদ্দেরের সামনে কফি হাজির করলেন। কফিতে চুমুক দিয়ে ‘ওয়াক’ করে উঠলেন খদ্দের। ক্রোর দিকে তিনি চোখ পাকিয়ে বললেন, ‘ওঃ মা! এ যে স্রেফ এক কাপ গরম পানি।’ রাসেল ক্রোর ঝটপট জাবাব, ‘ক্যাফেইন না থাকলে কফির এ হালই হয়।’
সূত্র : অ্যানেকডোট্যাগ ডটকম