× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমার মিনার

লেখা ও আঁকা : তাইয়েব হোসাইন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৩ পিএম

আমার মিনার

প্রতি মাসেই আমাদের অ্যাকাডেমিতে একটা করে কারুশিল্পের ক্লাস থাকে। আর এ ক্লাসটা আমার সবচেয়ে প্রিয়। বিভিন্ন রঙের কাগজ, কেঁচি, গ্লু, রঙ এটাসেটা কত কী যে লাগে। এবারের ক্লাসটা আমার কাছে একটু ভিন্ন লাগছে। মিস বলেছেন, বাসার ফেলনা জিনিস নিয়ে একটা শহীদ মিনার তৈরি করতে হবে। কিন্তু আমি তো বাসায় এসে ফেলনা জিনিস খুঁজেই পাচ্ছি না। সবকিছুই তো ব্যবহার শেষে ফেলে দেওয়া হয়। তাহলে ফেলনা জিনিস তো কিছুই নেই।

ঠিক ওই সময় আমার কাজিন আনাহিতা এসে হাজির। ও একটা জুস খেতে খেতে আমার রুমে এলো। এই তো আইডিয়া!! বাবা তো আমার জন্য অনেক জুস কিনে নিয়ে আসে। আমি তো সেই রঙিন পাইপগুলো রেখেই দিই। ব্যস, টেবিলের ড্রয়ার ঘেঁটে পেয়ে গেলাম। আনাহিতাকে বললাম, চল দুজন মিলে আমরা শহীদ মিনার বানাই। সেও রাজি হয়ে গেল।

টেবিলের সব জিনিস সরিয়ে কেঁচি, গ্লু, কাগজ, মাউন্ট বোর্ড আর কালার প্লেটে রঙ ঢেলে বসে পড়লাম দুজন। সব সময় তো স্কুলে আমরা বন্ধুরা একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিই। এই প্রথম আমি নিজেই শহীদ মিনার বানাচ্ছি। কত যে আনন্দ লেগেছে। যারা সত্যিকারের শহীদ মিনার বানিয়েছে তাদের না জানি কত আনন্দ লেগেছে।

চতুর্থ শ্রেণি, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা