মালিহা জামান
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৬ পিএম
বাংলা আামর মাতৃভাষা
বাংলা আমার প্রাণ
বাংলাদেশের মাটি আমার
জুড়ায় যে প্রাণ।
কামার, কুমার, জেলে, চাষা
সবার কাছে প্রিয় বাংলা ভাষা
বাংলা ভাষা মধুর হাসি
তাই তো ভালোবাসি
পঞ্চম শ্রেণি, প্রজেক্ট হেডওয়ে লোবেলিয়া,স্কুল, রাজশাহী
দেশের ভাষা
পড়শী চক্রবর্ত্তী
দেশের ভাষা বাংলা হবে
এটাই ছিল চাওয়া
বায়ান্নতে তারই পালে
লেগেছিল হাওয়া।
ধারাটারা না মেনেই তো
নামল সবাই পথে
রাষ্ট্রভাষা বাংলা হবে
সবাই একই মতে।
গুলি খেয়ে জীবন দিল
বরকত এবং সালাম
রাষ্ট্রভাষা হিসেবে তাই
বাংলা ভাষা পেলাম।
নবম শ্রেণি, হিরা মিয়া গার্লস হাই স্কুল, নবীগঞ্জ, হবিগঞ্জ