সায়েরা জাহান সুপ্রি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০২ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩২ পিএম
কপালে তোমার কালো টিপ,
চাঁদের পাশে রাতের দীপ।
সাজে তুমি বাংলার রীতি,
সৌন্দর্যের এক রহস্যমিতি
কবি যথার্থই বলেছেন, নারীর শোভা আরও বৃদ্ধি পায় কপালে টিপ পরলে। এক বিন্দু কালো টিপ সংস্কৃতি ও নারীর আত্মাভিব্যক্তির উজ্জ্বল প্রতীক। উৎসবভেদে টিপের রঙ বদলায়, সেই সঙ্গে বদলায় নকশাও। টিপ এখন শুধু ফ্যাশনের অংশ নয়, বরং নারীর স্বাধীনতার প্রতীক, এমনকি প্রতিবাদের ভাষাও হয়ে উঠেছে।
ফেব্রুয়ারি মানেই ভাষা আন্দোলনের চেতনা, অধিকার প্রতিষ্ঠার লড়াই, আর বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বর্ণময় পোশাকের সঙ্গে মিলিয়ে অনেকেই কপালে পরছেন কালো টিপ। কয়েক বছর ধরে বিভিন্ন সাইজের একরঙা কালো টিপ নারীদের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে এ টিপেও কিছুটা নতুনত্ব যুক্ত করেছেন কয়েকজন উদ্যোক্তা। যারা নিয়মিত টিপ নিয়ে কাজ করেন, তারা টিপকে করে তুলেছেন আরও আকর্ষণীয়।
টিপের এ ভিন্নতায় আলাদাভাবে বলতে হয় বর্ণ টিপের কথা। কালো টিপে রঙতুলি দিয়ে বিভিন্ন বর্ণ আঁকা হয়। সাদা-কালো এ টিপগুলো আলাদাভাবে নজর কাড়ে। রঙের বদলে কাপড়, ফেল্ট পেপার, বকরমেরও ব্যবহার হচ্ছে এখন। এক রঙা টিপে এ উপাদানগুলো বর্ণের শেপে কেটে বানানো হয় এসব টিপ। কালোর জায়গায় এখন অবশ্য লাল, মেরুন টিপও পরছেন নারীরা। টিপে বর্ণ বা ২১ লেখা থাকলেই সেটা বেছে নিচ্ছেন অনেকে।
বর্তমানে একুশে ফেব্রুয়ারি ঘিরে গ্রাহকের কাছে কী ধরনের টিপের চাহিদা বেশিÑ এ বিষয়ে জানতে চাইলে আর্টোপলিশের কর্ণধার সুমাইয়া সাইদ বলেন, ‘খুব বেশি বড় টিপের চেয়ে মাঝারি টিপ পরতেই নারীরা এখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বর্ণ দিয়ে টিপ বানানোর বেশ চাহিদা ছিল। এখন অনেকেই নিজেদের নামের আদ্যাক্ষর দিয়ে টিপ বানাচ্ছেন। সব সময় সেটা যে কালো টিপ হয় তা নয়, অন্যান্য রঙেওর টিপ চান অনেকে। তা ছাড়া এক রঙা ছোট কালো টিপের প্রতি ভালোবাসা তো সব সময়ই আছে।’
সময়ের সঙ্গে তাল মিলিয়ে টিপের ধরনেও বদল এসেছে। আগে গোল টিপের চাহিদা বেশি হলেও এখন লম্বাটে, চার কোনা, স্টার, জ্যামিতিক নকশাসহ নানা ধরনের টিপ পাওয়া যাচ্ছে। টিপে দেখা যাচ্ছে স্টোনও। একটি টিপ কেটে অন্য টিপের ওপর বসিয়েও নকশায় ভিন্নতা আনা হচ্ছে।
মুখের আকৃতি অনুযায়ী টিপ
গোলাকার, পানপাতা বা হার্টশেপ মুখের আকৃতি যাদের, সাধারণত তাদের চেহারায় সব ধরনের টিপ মানিয়ে যায়। চেহারা লম্বাটে হলে গোল টিপ আর চৌকোনো মুখে ছোট টিপ পরলে মানিয়ে যাবে। যদি কপাল ছোট হয় তাহলে ছোট টিপ আর বড় হলে বড় টিপ পরতে পারেন।
টিপের যত্ন
১. টিপ ভালো রাখতে অবশ্যই ধুলা থেকে দূরে রাখতে হবে। ব্যবহারের পর আয়নায় লাগিয়ে রাখলে আঠাও নষ্ট হবে, ধুলা পড়ে সৌন্দর্যও কমে যাবে।
২. পলি বা বেকিং কাগজে টিপ লাগিয়ে রায়ুরোধক পাত্রে সংরক্ষণ করলে অনেক দিন টিপের আঠা ও টিপ দুটোই ভালো থাকে।
৩. টিপের জন্য চোখের বাড়তি পাপড়ি লাগানোর আঠা ব্যবহার করতে পারেন। এতে টিপের রঙ নষ্ট হবে না।
৪. পাথর, কাপড়, পাট ভেলভেট বা রঙ করা টিপ পানিতে ধোয়া যাবে না। নরম ব্রাশ দিয়ে ধুলা পরিষ্কার করতে হবে।
মডেল – নাবিলা রুহ বহ্নি
ছবি – আর্টোপলিস ও সিন্ধু