নবনী আহমেদ
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩১ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৭ পিএম
দিন শেষে যেখানে আমরা ফিরি, যেটা আমাদের ঠিকানা সেই ঘরখানা সাজিয়ে গুছিয়ে রাখতে আমাদের কত না প্রচেষ্টা। আর এ সাজসজ্জার পেছনে কাঁড়ি কাঁড়ি টাকাও আমরা খরচ করে ফেলি। কিন্তু শুধু দামি আসবাবপত্র দিয়েই ঘর সাজানো যায় এমন ধারণা ভুল। বর্তমানে অন্দরসজ্জার আকর্ষণীয় উপকরণ হচ্ছে গাছ।
বলা হয় সবুজ হচ্ছে শান্তির রঙ। সবুজ আমাদের শ্রান্তি দূর করে। এ কারণেই বনে, পাহাড়ে ঘুরে বেড়ালে আমরা তাজা হয়ে উঠি। আর তাই অন্দরমহলটা যদি সাজানো যায় গাছ দিয়ে তবে তা আমাদের ক্লান্তিকর একঘেয়ে জীবনকে কিছুটা সতেজতার পরশ দিতে পারে। একটি মাত্র গাছ পুরো ঘরের ভোল পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। অন্দরসজ্জায় ব্যবহার করা যায় এমন কিছু গাছের ব্যাপারে আজ জানাব।
পোথোস : অল্প পরিচর্যায় বেড়ে ওঠা একটি গাছ হলো পোথোস। স্থানীয়ভাবে যা মানি প্ল্যান্ট নামেই পরিচিত। বাসাবাড়িতে সবচেয়ে বেশি পাওয়া যায় যেসব গাছ তার মাঝে মানিপ্ল্যান্ট অন্যতম। কারণ এ গাছ আদুরে আহ্লাদী নয়। খুব অল্প যত্নেই সে টিকে থাকতে পারে। স্বল্প সূর্যের আলো এবং পানিতে কোনো প্রকার সার ছাড়াই বেড়ে ওঠে। কোথাও কোথাও একে ডাকা হয় ডেভিলস আইভি নামে। এর পেছনের কারণ, বিশেষজ্ঞদের মতে আইভি গাছের মতোই একে হত্যা করা প্রায় অসম্ভব!
মনস্টেরা : ঘর সাজানোর জন্য আরেকটি চমৎকার গাছ মনস্টেরা। গাছটি লম্বায় বেশ খানিকটা বড় হয়। এর বাহারি নকশাকাটা পাতা দেখলেই মন ভরে যায়। সবুজ পাতাগুলো বেশ চকচকে। এ গাছের প্রচুর প্রজাতি আছে। নিজের ঘরের সাজের সঙ্গে মানানসই মনস্টেরা কিনলে দেখতে বেশি ভালো লাগে। মনস্টেরা গাছটি উজ্জ্বল, তবে পরোক্ষ আলো পছন্দ করে। সরাসরি সূর্যের আলো এর পাতার ওপর পড়লে পাতা পুড়ে যেতে পারে, তাই একে জানালার পাশে এমন একটি স্থানে রাখতে হবে যেখানে আলো ফিল্টার হয়ে আসে।
সাকুলেন্ট : মরুভূমি বা পাহাড়ি অঞ্চলের গাছ সাকুলেন্ট। অল্প যত্ন-আত্তিতেই এ ধরনের গাছ ভালো থাকে। পাতা, কাণ্ড বা মূলে অসময়ের জন্য সঞ্চয় করা থাকে পানি। পাতার নানা বিচিত্র আকার এবং তাদের বিন্যাসের জন্য বেশ জনপ্রিয় এ ধরনের গাছ। তবে সাকুলেন্টের জন্য পানির পরিমাণ নিয়ে সতর্ক থাকতে হবে। বেশি পানিতে এর শেকড় পচে যেতে পারে।
ফিডল লিফ ফিগ : এ গাছের সৌন্দর্য তার পাতায়। বেশ বড় বড় পাতা। এ গাছটিও অন্দরসজ্জায় ব্যবহার করতে পারেন। ঘরের বাতাস পরিশুদ্ধ করতে সাহায্য করে এ গাছ। এর অনেক আলো দরকার হয়। তাই ঘরের অন্ধকার কোণে একেবারেই নয়। বরং বারান্দা বা ঘরের যে জানালা দিয়ে আলো আসে, সেখানে রাখতে পারেন একে। খেয়াল রাখুন আলো চাই ওর, রোদ নয়। তাই সরাসরি রোদে রাখবেন না। ফিডল লিফের কিন্তু পানিও চাই। এ গাছের মাটি শুকনো রাখা যাবে না। আবার ভেজাও রাখা যাবে না। পানি কম দিলে গাছের পাতার ধারবরাবর তা খয়েরি হয়ে যেতে থাকবে। আবার বেশি পানি দিলে পাতার মাঝে খয়েরি স্পট দেখা দেবে। টবের জলনিকাশি যেন ভালো হয়, সেদিকে নজর রাখুন।
স্নেকপ্ল্যান্ট : এটি একটি চমৎকার ইনডোর প্ল্যান্ট। তলোয়ারের মতো সোজা লম্বা পাতা অত্যন্ত আকর্ষণীয়। এতে যত্নও খুব সহজ। ঘরের আলোয় এটি কিছুটা ধীরে বাড়ে কিন্তু কয়েক ঘণ্টা রোদে রাখলেই এর বৃদ্ধি ত্বরান্বিত হয়।