প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৮ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৮ পিএম
জীবনযাত্রার ব্যয় দিন দিন বাড়ছে, তাই খরচ সামলে চলা এখন চ্যালেঞ্জের বিষয়। সঞ্চয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য না থাকলে ভবিষ্যতে বিপাকে পড়তে পারেন। সংসার খরচ কমিয়ে সাশ্রয়ী জীবনযাপন করতে চাইলে এই ছয়টি সহজ উপায় অনুসরণ করতে পারেন-
১. নগদ টাকা ব্যবহার করুন
ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহারে খরচের হিসাব রাখা কঠিন হয়ে পড়ে, ফলে অপ্রয়োজনীয় ব্যয় বেড়ে যায়। তাই কেনাকাটা ও দৈনন্দিন খরচে নগদ টাকা ব্যবহার করুন। এতে বাজেটের মধ্যে থাকা সহজ হবে।
২. বাইরে খাওয়া কমান
প্রতিদিন রেস্টুরেন্টে খাওয়ার বদলে ঘরেই সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার তৈরি করুন। নতুন রেসিপি শিখে রান্নার বৈচিত্র্য আনতে পারেন, যা খরচও কমাবে এবং স্বাস্থ্যের জন্যও ভালো হবে।
৩. অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করুন
অনেক সময় আমরা এমন সব অ্যাপ, ম্যাগাজিন বা স্ট্রিমিং সার্ভিস সাবস্ক্রাইব করি, যেগুলো বাস্তবে খুব কম ব্যবহার করি। এ ধরনের অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বন্ধ করলে মাসে উল্লেখযোগ্য পরিমাণ খরচ কমবে।
৪. স্মার্ট শপিং করুন
প্রয়োজনীয় জিনিসের তালিকা তৈরি করে তবেই কেনাকাটায় যান। ডিসকাউন্ট ও অফারের খোঁজ রাখুন এবং একবারে বেশি পরিমাণে কিনলে খরচ কমানো সম্ভব। বারবার কেনাকাটা করতে গেলে খরচ বেড়ে যায়।
৫. বিদ্যুতের অপচয় কমান
অপ্রয়োজনীয় ইলেকট্রনিক্স বন্ধ রাখুন এবং এনার্জি-সেভিং প্রযুক্তি ব্যবহার করুন। এতে বিদ্যুৎ বিল কমবে এবং বাজেটে স্বস্তি আসবে।
৬. পুরনো জিনিস বিক্রি করুন
অপ্রয়োজনীয় বা কম ব্যবহার হওয়া জিনিস বিক্রি করে কিছু টাকা সঞ্চয় করতে পারেন। বর্তমানে অনেক অনলাইন প্ল্যাটফর্ম ও ফেসবুক গ্রুপ আছে, যেখানে সহজেই পুরনো জিনিস বিক্রি করা যায়।
সচেতনভাবে খরচের নিয়ন্ত্রণ নিলে সহজেই সংসারের বাজেট সামলানো সম্ভব!