শাহরিয়ার কবির
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৮ এএম
ছবি : সংগৃহীত
‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।’ মনের মাঝে এ সুর বাজিয়ে এখন মানুষ একাই দেশ-বিদেশ ঘুরতে বেরিয়ে পড়ছে। সাম্প্রতিক সময়ে বর্তমান প্রজন্মের কাছে সলো বা একা ভ্রমণ বেশ জনপ্রিয়তা পেয়েছে। একা ভ্রমণের জন্য কিছু বিষয় খেয়াল রাখা বা জানা প্রয়োজন। যারা এখন পর্যন্ত একাকী ভ্রমণ করেননি তাদের জন্য এ ভ্রমণ টিপসগুলো খুবই গুরুত্বপূর্ণ।
একা ভ্রমণ করে অনেকের খুব মজার অভিজ্ঞতা রয়েছে, আবার অনেকের খুব বাজে অভিজ্ঞতাও হয়েছে। তবে ভালো-খারাপ অভিজ্ঞতা নির্ভর করে আপনার ভ্রমণ কৌশল ও পরিবেশের ওপর। একা ভ্রমণ নিজেকে জানার সবচেয়ে বড় মাধ্যম। কথায় আছে, ‘একা ভ্রমণ নিজেকে সম্পূর্ণরূপে আবদ্ধ করার সুযোগ দেয়।’ একটু প্রস্তুতি এবং সাধারণ জ্ঞান আপনাকে অর্থ বাঁচাতে এবং এক ভিন্ন রকম অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে। একা ভ্রমণ করার জন্য ভ্রমণকারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভ্রমণ নিরাপত্তা। ভ্রমণে নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ টিপস পড়ে নিতে পারেন। একাকী ভ্রমণে নিরাপদ থাকার ভালো উপায় হলো ভ্রমণে নিজেকে পর্যটক হিসেবে নিজের দিকে মনোযোগ আকর্ষণ না করা।
বিমানবন্দর থেকে আপনার হোটেল বা শহরের কেন্দ্রে যেতে কত সময় লাগে এবং কত খরচ হতে পারে তা আগেই জেনে রাখুন। একা ভ্রমণে কোথাও যাত্রার আগে বাস, রিকশা, সিএনজি, অটোরিকশা বা ট্যাক্সির ভাড়া কত ড্রাইভারকে জিজ্ঞেস করে ঠিক করে নিন। হোটেল বুক করার আগে হোটেল সম্পর্কে ভালো করে জেনে নিন। হোটেল রিভিউ, হোটেলের মান ইত্যাদি সম্পর্কে যাচাই করে নিন। এগুলো আপনি ইন্টারনেট ঘেঁটেও জানতে পারবেন।
সর্বদা নিজের ওপর আস্থা রাখুন। নিজের সিদ্ধান্ত অন্যের ওপর ছেড়ে দেবেন না। কোনো বিষয়ে আস্থা না পেলে তা পরিহার করুন।
ভ্রমণে আপনার সঠিক পরিচয় দিন এবং সব জায়গায় একই পরিচয় দেওয়ার চেষ্টা করুন। এটা আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে।
রাতে প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি বন্ধ করুন, পাবলিক প্লেসে থাকার চেষ্টা করুন।