× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসেছে প্রাণের মেলা

শাকিব হুসাইন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৯ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৪ পিএম

বইমেলার নতুন বই। প্রবা ফটো

বইমেলার নতুন বই। প্রবা ফটো

শুরু হয়েছে অমর একুশে বইমেলা। এখন মেলায় বই আর বই। আমাদের প্রিয় লেখকদের এত্ত এত্ত নতুন বই প্রকাশিত হয়েছে। ছড়ার, গল্পের, পাখির, গাছের; সে গাছে আবার ভূতও আছে। মেলায় আসা নতুন বইয়ের খবর তুলে ধরছেন শাকিব হুসাইন

পিঁপড়া বাহিনী ও ঘাসফড়িং
রূপকথার গল্পের বই ‘পিঁপড়া বাহিনী ও ঘাসফড়িং’। পুনঃকথন করেছেন  হাসান হাফিজ।প্রচ্ছদ ও অলংকরণ : নাজমুল মাসুম। প্রকাশনা : ময়ূরপঙ্খি। দাম ৩৫০ টাকা।

ভূতসমগ্র
মেছো ভূত, গেছো ভূত, মামদো ভূত। এ যেন ভূতের সমাহার! আরে দূর! বইয়ের নাম ‘ভূতসমগ্র’। ফারুক নওয়াজ। প্রকাশ করেছে জিনিয়াস। প্রচ্ছদ : ধ্রুব এষ। দাম ৪৫০ টাকা।

বৃষ্টির কাছে শিখি
ফারুক হোসেনের ছড়া-কবিতার বই ‘বৃষ্টির কাছে শিখি’। প্রকাশ করেছে আনন। প্রচ্ছদ ও অলংকরণ : আলমগীর জুয়েল। দাম ৫২০ টাকা।

আমার গাছ মা
গাছেদের নিয়ে গল্প লিখেছেন আমীরুল ইসলাম। বইটির নাম ‘আমার গাছ মা’। আচ্ছা, গাছ কীভাবে মা হয়! খুব কৌতূহল জাগছে বুঝি? তাহলে বইমেলার শিশুকর্নারে গিয়ে বইটি খুঁজে নিতে পারি আমরা! বইটি প্রকাশ করেছে চিরন্তন প্রকাশ। প্রচ্ছদ : ধ্রুব এষ। দাম ১০০ টাকা।

তোর্সা একটা নদীর নাম
খালেদ হোসাইনের লেখা মিষ্টি মিষ্টি সব ছড়া-কবিতা দিয়ে সাজানো ‘তোর্সা একটি নদীর নাম’। প্রকাশ করেছে ছোটদের সময় প্রকাশনী। প্রচ্ছদ ও অলংকরণ : রজত। দাম ২৫০ টাকা। 

এগল্প ওগল্প
ইমতিয়ার শামীমের লেখা শিশুতোষ গল্পের বই ‘এ গল্প ও গল্প’। এ বইটিতে পাঁচটি গল্প রয়েছে। এ গল্পগুলো পড়লে দূর কল্পরাজ্যে হারিয়ে যেতে ইচ্ছে করে। বইটি প্রকাশ করেছে শৈশবপ্রকাশ। প্রচ্ছদ ও অলংকরণ : মনজুরুল আহসান। দাম : ২০০ টাকা।

কাটুর্নে শৈশব
ছেলেবেলার দুরন্ত কৈশরের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েই কাওছার মাহমুদের  লেখা ও আঁকা এ বইটি। গাছের আম, বরই পাড়া, কানামাছি খেলাসহ নানান ধরনের গল্প। দাম ৩৫০ টাকা। প্রকাশ করেছে শৈশবপ্রকাশ।

বিজ্ঞানী দাদু ও গোয়েন্দা অপু
শিবুকান্তি দাশের লেখা কিশোরদের জন্য গল্পের বই ‘বিজ্ঞানী দাদু ও গোয়েন্দা অপু’। প্রচ্ছদ : মোমিন উদ্দিন খালেদ। বইটি প্রকাশ করেছে শিশুপ্রকাশ। দাম ২০০ টাকা।

ভূত ভূতুড়ে
অদ্বৈত মারুতের কিশোরদের উপযোগী গল্পের বই ভূত ভূতুড়ে। যাদের ভূতটুতে বিশ্বাস নেই বা দেখা পেলে সেসব ভূতটুতকে বন্ধু বানাতে ওস্তাদ, তাদের জন্যই ভূত ভূতুড়ে বইটি। প্রকাশ করেছে সূর্যোদয় প্রকাশন। প্রচ্ছদ : সজল চৌধুরী। দাম ২০০ টাকা

বাট্টু ঘোড়ার টাট্টু নাম
বাকীউল আলমের ছড়ার বই ‘বাট্টু ঘোড়ার টাট্টু নাম’। বইটি প্রকাশ করেছে কিডজ কারাভান। দাম ২৫০ টাকা।

টোটো আর টইটই
কিশোর কবিতার ‘টোটো আর টইটই’। লেখক আবেদীন জনী। প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। প্রচ্ছদ ও অলংকরণ : লুৎফি রানা। দাম ৪০০ টাকা।

উনিশ রকম মামা আমার
উনিশ রকম মামাকে নিয়ে ছড়ার বই লিখেছেন শিশুসাহিত্যিক মামুন সারওয়ার। বইটির নাম ‘উনিশ রকম মামা আমার’। প্রকাশ করেছে দোলন। প্রচ্ছদ ও অলংকরণ : পার্বতী ঘোষ। দাম ১৫০ টাকা।

জুটুন মামার বাঘযাত্রা
মামার কাণ্ডকারখানা নিয়ে গল্প লিখেছেন আশিক মুস্তাফা। বইটির নাম ‘জুটুন মামার বাঘযাত্রা’। আচ্ছা, জুটুন মামার বাঘযাত্রা হলো কেমন করে? বইটি প্রকাশ করেছে শৈশব। প্রচ্ছদ ও অলংকরণ : নিয়াজ চৌধুরী তুলি। দাম ২০০ টাকা।

ম্যাওয়ের কত সাহস
রিদওয়ান আক্রামের গল্পের বই ‘ম্যাওয়ের কত সাহস’। বইটি প্রকাশ করেছে শৈশব। প্রচ্ছদ ও অলংকরণ : মিল্টন সরকার। দাম ২০০ টাকা।

রংতুলিতে ছুটির দিন
শিশু-কিশোরদের গল্পের বই রংতুলিতে ছুটির দিন। লিখেছেন সারমিন ইসলাম রত্না। প্রকাশ করেছে শিশুবেলা প্রকাশনী। প্রচ্ছদ : নিসা মাহজাবীন। দাম ১৫০ টাকা।

বাবির গাড়ি বুম বুম
বাবির গাড়ি বুম বুম। গল্পের এ বইয়ের লেখক রাজিয়া সুলতানা। প্রকাশ করেছে ময়ূরপঙ্খি। প্রচ্ছদ ও অলংকরণ : রেহনুমা প্রসূন। দাম ১৭০ টাকা।

দ্য নিউ অ্যাডভেঞ্চার 
অব ফার্মের মুরগি
‘দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি’। আদনান মুকিতের লেখা এ উপন্যাসটি প্রকাশ করেছে প্র প্রকাশন। প্রচ্ছদ : আরাফাত করিম। দাম ৩৫০ টাকা।

টুপুন ও কোলাব্যাঙ
শাকিব হুসাইনের লেখা ‘টুপুন ও কোলাব্যাঙ’। এ বইটিতে মোট তিনটি গল্প আছে। প্রকাশ করেছে কিডজ কারাভান। প্রচ্ছদ : রজত। দাম ২৫০ টাকা।

ছয়টি কিশোর উপন্যাস
নুরুল ইসলাম বাবুলের লেখা ছয়টি কিশোর  প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। প্রচ্ছদ : আইয়ুব আল আমিন। দাম ৫২০ টাকা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা