ওয়াসি তানজীম
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৬ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৪ পিএম
ভালোবাসা প্রকাশ করতে বড় বাজেট বা দামি উপহার সব সময় জরুরি নয়। ছোট আয়োজন করেও প্রিয়জনকে আনন্দ দেওয়া যায়।
ভালোবাসা দিবস উদ্যাপনের জন্য বাইরে রেস্টুরেন্টে যাওয়া বা দামি কোনো উপহার না কিনেই কম বাজেটে দিনটি প্রিয়জনের জন্য বিশেষ করে তুলতে পারেন। সৃজনশীল কিছু পরিকল্পনার মাধ্যমে কম খরচেই সুন্দর ও রোমান্টিক মুহূর্ত তৈরি করা সম্ভব।
একটি বিশেষ চিঠি বা নোট লিখুন
আজকাল ডিজিটাল যুগে সবাই মেসেজ বা ইমোজির মাধ্যমে অনুভূতি প্রকাশ করে, কিন্তু হাতে লেখা চিঠির গুরুত্ব কখনও কমে না। ভালোবাসার মানুষকে উদ্দেশ করে একটি সুন্দর চিঠি লিখতে পারেন, যেখানে থাকবে আপনার অনুভূতি, কৃতজ্ঞতা এবং ভবিষ্যতের স্বপ্ন। চাইলে ছোট নোট আকারেও লিখে কাগজে ভাঁজ করে রাখতে পারেন তার ব্যাগ, বই বা বালিশের নিচে। এ ছোট সারপ্রাইজ অনেক বড় উপহারের চেয়েও বেশি মূল্যবান হতে পারে।
ঘরেই বানিয়ে ফেলুন একটি বিশেষ ডিনার
ঘরেই ভালোবাসার মানুষটির জন্য একটি বিশেষ ডিনারের আয়োজন করতে পারেন। তার পছন্দের খাবার রান্না করে একটি মোমবাতির আলোয় সাজানো টেবিলে পরিবেশন করুন। চাইলে একসঙ্গে রান্নাও করতে পারেন, যা সম্পর্ক আরও ঘনিষ্ঠ করে তুলবে।
স্মৃতিগুলো ধরে রাখুন
মোবাইল ফোনে সুন্দর মুহূর্তে ছবি তুলতে পারেন। চাইলে ঘরের ভেতরেই সাজিয়ে কিংবা প্রকৃতির মাঝে গিয়ে ক্যাজুয়াল ফটোশুট করতে পারেন। পরে এ ছবিগুলো দিয়ে একটি ডিজিটাল অ্যালবাম তৈরি করলে সেটি আজীবন স্মৃতিতে থাকবে।
ছাদে বা খোলা জায়গায় কাটান কিছু সময়
রাতের আকাশের নিচে সময় কাটানো ভালোবাসা দিবসের জন্য অন্যতম রোমান্টিক মুহূর্ত তৈরি করতে পারে। বাড়ির ছাদে একটি চাদর পেতে শুয়ে দুজনে একসঙ্গে গল্প করতে পারেন, তারার দিকে তাকিয়ে ভবিষ্যতের স্বপ্ন ভাগ করে নিতে পারেন। খোলা হাওয়া আর একান্ত সময় আপনাদের আরও কাছাকাছি আনবে।
মেমোরি বোর্ড বা স্ক্র্যাপবুক তৈরি করুন
একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর ছবি, ছোট্ট নোট ও পুরোনো টিকিট বা বিশেষ কোনো স্মারক দিয়ে একটি মেমোরি বোর্ড বা স্ক্র্যাপবুক বানাতে পারেন। এটি করতে খুব বেশি সময় বা অর্থ লাগবে না তবে প্রিয়জনের কাছে এর মূল্য হতে পারে অনেক। হাতে তৈরি এমন উপহার বছরের পর বছর ভালোবাসার স্মৃতি হিসেবে সংরক্ষণ করা যায়।
প্রিয় সিনেমা দেখা
বাইরে গিয়ে সিনেমা দেখার বদলে ঘরে বসে একটি রোমান্টিক মুভি নাইট আয়োজন করতে পারেন। সঙ্গীর পছন্দের সিনেমা নির্বাচন করে দুজনে মিলে উপভোগ করতে পারেন। সঙ্গে পপকর্ন বা হালকা স্ন্যাকস রাখতে পারেন। চাইলে ঘরটা ফেয়ারি লাইট দিয়ে সাজাতে পারেন বিশেষ দিনের জন্য।
ছোট্ট উপহার তৈরি করুন
হাতের কাছে থাকা জিনিস দিয়েই চাইলে কম খরচে উপহার তৈরি করতে পারেন। সঙ্গীর কাছে আপনার সামান্য চেষ্টার একটা উপহার অমূল্য হতে পারে। সেটি হতে পারে নিজের হাতে আঁকা একটি কার্ড বা ছবি। ছোট্ট একটি জারের ভেতরে ভালোবাসার বার্তা লেখা কিছু কাগজ রেখে সেটা দিতে পারেন প্রিয়জনকে। প্রিয়জনের প্রিয় ক্যান্ডি বা চকলেট একটি সুন্দর মোড়কে উপহার হিসেবে দিতে পারেন। এ ধরনের উপহারগুলো শুধু ব্যতিক্রমীই নয়, বরং এতে ভালোবাসা ও যত্নের ছোঁয়া থাকে।
ভ্রমণের আয়োজন
বাড়ির কাছাকাছি কোনো সুন্দর জায়গায় হেঁটে বা সাইকেল চালিয়ে কিছুক্ষণ একান্তে কাটাতে পারেন। নদীর ধারে, পার্কে বা প্রাকৃতিক কোনো জায়গায় একসঙ্গে বসে গল্প করে উপভোগ করতে পারেন সময়টা।