× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুড়ির ছন্দে

সানজিদা হুমাইরা

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২১ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৬ পিএম

চুড়ির ছন্দে

নারীর সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক চুড়ি। রঙিন, কাচ, ধাতব কিংবা নকশাদার - প্রতিটি চুড়ির মাঝেই লুকিয়ে থাকে শৈলী ও সংস্কৃতির ছোঁয়া।

নারীর সাজসজ্জার অন্যতম অনুষঙ্গ চুড়ি। উৎসব কিংবা কোনো বিশেষ দিনে চুড়ি ছাড়া সাজ যেন অপূর্ণ থাকে। বাঙালি সংস্কৃতির ঐতিহ্যে কাচের চুড়ির এক বিশেষ স্থান রয়েছে। সময়ের পরিবর্তনে মেটাল, কাঠ, পলিশ ও এক্সপেরিমেন্টাল ডিজাইনের চুড়ি জনপ্রিয় হলেও কাচের চুড়ির আবেদন আজও অমলিন।

ঐতিহ্যের প্রতীক কাচের চুড়ি

বাঙালি নারীর অলংকার হিসেবে কাচের চুড়ির ঐতিহ্য বহু পুরোনো। লাল, সবুজ, নীল, হলুদÑ বিভিন্ন রঙের কাচের চুড়ি শুধু বাহারের জন্যই নয়, এটি সংস্কৃতিরও অংশ। বিশেষত নববধূদের হাতে লাল কাচের চুড়ি আজও প্রচলিত। পূজাপার্বণ, বিয়ে বা ঈদে কাচের চুড়ির কদর বেড়ে যায় কয়েক গুণ।

কাচের চুড়ির সঙ্গে রয়েছে এক অনন্য শব্দ, যা একসঙ্গে পরলে এক মিষ্টি ঝংকার তোলে। বাংলার গ্রামীণ মেলায় কিংবা ঐতিহ্যবাহী হাটে নানা রঙের কাচের চুড়ি পাওয়া যায়। শাড়ির সঙ্গে চুড়ি ছাড়া যেন সাজ পরিপূর্ণই হয় না।

কাঠের চুড়ি

কাচের চুড়ির পাশাপাশি এখন কাঠের চুড়ির জনপ্রিয়তাও বাড়ছে। এটি পরিবেশবান্ধব এবং অনন্য ডিজাইনের কারণে তরুণীদের কাছে বেশ পছন্দনীয়। নকশা করা কাঠের চুড়ি কিংবা হাতের তৈরি হ্যান্ডপেইন্টেড চুড়ি এখন ট্রেন্ডে রয়েছে। শাড়ি, কুর্তি কিংবা ওয়েস্টার্ন আউটফিট - সব ধরনের পোশাকের সঙ্গেই মানিয়ে যায় কাঠের চুড়ি।

আধুনিক ফ্যাশনে চুড়ির ব্যবহার

আধুনিক ফ্যাশনে চুড়ির ব্যবহার নতুন মাত্রা পেয়েছে। আগে শুধু কাচের চুড়ি প্রচলিত থাকলেও এখন ব্রাস, অক্সিডাইজড, মেটাল এবং পলিশ চুড়িরও বেশ কদর রয়েছে। বড় সাইজের চুড়ি বা স্ট্যাকিং ব্যাঙ্গেলস ট্রেন্ডে এসেছে। চুড়ির ডিজাইনে এসেছে জারকন, স্টোন সেটিং, পুঁতির কাজ ও ফ্লোরাল মোটিফের বৈচিত্র্য।

ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে মোটা কাঠের চুড়ি কিংবা মেটাল ব্রেসলেট বেশ মানানসই হয়। ফিউশন ফ্যাশনে এখন হাতে বড় এক-দুইটি স্টেটমেন্ট চুড়ি পরার চল দেখা যায়।

উৎসব ও বাঙালি নারীর চুড়ির সাজ

বাঙালি নারীর সাজগোজে চুড়ি একটি অপরিহার্য অনুষঙ্গ। ঈদে সোনালি বা রঙিন পলিশ চুড়ি, দুর্গাপূজায় লাল-সাদা কাচের চুড়ি এবং বিয়েতে গাঢ় লাল চুড়ির প্রচলন আজও রয়েছে। পোশাকের সঙ্গে মানানসই চুড়ির সমন্বয় করলে সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়।

ফাল্গুনেও শাড়ি বা কামিজের সঙ্গে মিলিয়ে বা কন্ট্রাস্ট করে চুড়ি পরতে পারেন। দেখতে সুন্দর লাগবে সঙ্গে সাজে আসবে পূর্ণতা।

চুড়ির যত্ন ও সংরক্ষণ

চুড়ি দীর্ঘদিন ভালো রাখতে সঠিক যত্ন নেওয়া জরুরি। কাচের চুড়ি নরম কাপড়ে মুড়িয়ে রাখতে হয়, যাতে এটি ভেঙে না যায়। কাঠের চুড়ি যাতে পানির সংস্পর্শে না আসে, সে বিষয়ে খেয়াল রাখা দরকার। মেটাল বা অক্সিডাইজড চুড়ি মাঝে মাঝে পরিষ্কার করে না রাখলে কালচে পড়ে যেতে পারে।

কাচের চুড়ি সহজেই ভেঙে যেতে পারে, তাই এগুলো ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে।

অন্য ধাতব গহনার সঙ্গে রাখলে চুড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই আলাদা বাক্সে তুলার মাঝে রেখে সংরক্ষণ করুন।

পরিষ্কার করতে নরম কাপড়ে মুছে নিন, পানি বা সাবান ব্যবহার না করাই ভালো।

ধাতব বা বালুচুড়ি নিয়মিত ব্যবহার করলে ঘাম ও আর্দ্রতার কারণে কালচে হয়ে যেতে পারে, তাই ব্যবহারের পর শুকনো কাপড়ে মুছে নিন।

লোহার চুড়িতে জং ধরা এড়াতে মাঝে মাঝে পেট্রোলিয়াম জেলি বা অলিভ অয়েল দিয়ে ঘষে পরিষ্কার করুন।

গোল্ড বা সিলভার চুড়ি আলাদা রাখুন এবং মাঝে মাঝে জুয়েলারি ক্লিনার দিয়ে পরিষ্কার করুন।

অক্সিডাইজড বা কুন্দন চুড়ি নরম কাপড়ে মোড়ানো অবস্থায় রাখলে চুড়ির চকচকে ভাব দীর্ঘদিন বজায় থাকবে।

অক্সিডাইজড চুড়িতে সরাসরি পারফিউম, পানি বা প্রসাধনী না লাগানোই ভালো।

অক্সিডাইজড কালচে হয়ে গেলে বেকিং সোডা ও পানি মিশিয়ে হালকা ঘষে পরিষ্কার করা যায়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা