সুবর্ণা মেহজাবীন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৩ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৩ পিএম
মডেল - অদিতি ও নীলা, পোশাক ও ছবি - সাতকাহন
বসন্ত মানেই প্রাণের জোয়ার, রঙের উচ্ছ্বাস আর ফ্যাশনের নতুন অধ্যায়। এ ঋতুতে পোশাকে আসে উজ্জ্বল রঙ, হালকা কাপড় ও ট্রেন্ডি ডিজাইনের ছোঁয়া। শাড়ি, সালোয়ার-কামিজ, ওয়েস্টার্ন কিংবা ফিউশনÑ সবকিছুতেই থাকে বসন্তের আনন্দময় স্পর্শ, যা স্টাইলকে করে তোলে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়। বসন্ত মানেই রঙের উচ্ছ্বাস আর ফুলের সৌরভ। এ ঋতুতে প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে, তেমনই নারীদের ফ্যাশনেও আসে পরিবর্তন। শীতের গাঢ় রঙ ও ভারী পোশাকের বদলে হালকা, উজ্জ্বল ও রঙিন পোশাক হয়ে ওঠে জনপ্রিয়।
ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সংমিশ্রণ
বসন্ত উৎসবে ট্র্যাডিশনাল পোশাকের কদর সব সময়ই বেশি। বিশেষ করে বাঙালি নারীদের জন্য শাড়ির আবেদন কখনও ফিকে হয় না। এ ঋতুতে সাধারণত হালকা সুতির শাড়ি বা মসলিনের শাড়ি বেশি জনপ্রিয়। যেখানে উজ্জ্বল হলুদ, কমলা, গোলাপি, লাল, সবুজ কিংবা অফ-হোয়াইটের মতো রঙ বেশি দেখা যায়। বসন্ত উৎসবের সঙ্গে মিলিয়ে পলাশ, শিমুল বা ফুলেল মোটিফযুক্ত শাড়ি দারুণ মানানসই। লাল পাড়ের হলুদ শাড়ি তো বসন্তের এক ক্লাসিক স্টাইল। শাড়ির পাশাপাশি সালোয়ার-কামিজেও ট্র্যাডিশনাল লুক বজায় রাখা যায়। অনেকে বসন্তে কুর্তি বা লং কামিজের সঙ্গে পালাজো কিংবা সিগারেট প্যান্ট পরতে পছন্দ করেন। এসব পোশাক আরামদায়ক ও স্টাইলিশ দুই-ই। হাতে যদি থাকে কাঁথা স্টিচ বা ব্লক প্রিন্টের দোপাট্টা, তাহলে পুরো লুকটিই হয়ে উঠবে আকর্ষণীয়।
আধুনিক ফ্যাশন ও ট্রেন্ড
বসন্ত মানেই মুক্ত হাওয়া, তাই ফ্যাশনেও চাই সেই স্বস্তির ছোঁয়া। শাড়ির ক্ষেত্রেও এখন অনেক পরিবর্তন এসেছেÑ স্লিভলেস বা বেলুন স্লিভ ব্লাউজ, ব্যাকলেস ডিজাইন, কিংবা ফ্রিল ও রাফেল স্টাইলের শাড়ি এখন বেশ ট্রেন্ডি। তরুণীরা অনেক সময় বেল্ট দিয়ে শাড়ির সঙ্গে ওয়েস্টার্ন লুক তৈরি করছেন, যা একেবারেই নতুন ধারা। শাড়ির প্লিটিং ও ড্রেপিং স্টাইলেও এসেছে নতুনত্ব, যা ফ্যাশনে দিয়েছে নতুন মাত্রা।
সালোয়ার-কামিজের ক্ষেত্রেও ডিজাইনে এসেছে বৈচিত্র্য। এখন শর্ট কুর্তির বদলে লম্বা স্ট্রেইট কাট বা ফ্লেয়ার কাট কামিজ বেশি চলছে। গর্জিয়াস কটন বা জর্জেট কামিজের সঙ্গে বুটিক ও ব্লক প্রিন্ট বেশ জনপ্রিয়। এ ছাড়া পাশ্চাত্যের ছোঁয়ায় স্কার্টের মতো লং ফ্লেয়ার কামিজ, অনারকলি ডিজাইন, অ্যাংকলেংথ স্ট্রেইট কাটের পোশাকগুলো এখন বেশি চলছে। ঢিলেঢালা পোশাকের পাশাপাশি বডি-কন বা ফিটেড স্টাইলের কামিজ ও টিউনিকের জনপ্রিয়তাও বেড়েছে।
যারা ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করেন, তাদের জন্য বসন্তে ফ্লোরাল বা পেস্টেল রঙের ম্যাক্সি ড্রেস, মিডি ড্রেস কিংবা এ-লাইন ড্রেস দারুণ বিকল্প হতে পারে। এ ছাড়া জিন্সের সঙ্গে ক্রপ টপ, অফ-শোল্ডার ব্লাউজ বা লং শ্রাগ দিয়ে বসন্তের হালকা আমেজ বজায় রাখা যায়। বসন্তের উজ্জ্বলতায় মানানসই ওয়েস্টার্ন ওয়্যার মানেই হালকা ও ন্যাচারাল লুক। আর যারা একটু এক্সপেরিমেন্টাল লুক চান, তারা ওভারসাইজ্ড ব্লেজার, ফ্লেয়ারড ট্রাউজার বা স্ট্রাকচারড টপের মতো ট্রেন্ডি পোশাক পরতে পারেন।
বসন্তের দিনে সারা দিন বাইরে থাকতে হলে আরামদায়ক পোশাকই সেরা পছন্দ। যারা সারা দিন অফিস বা ইউনিভার্সিটিতে ব্যস্ত থাকেন, তারা কটন বা লিনেনের কুর্তি, পালাজো কিংবা আরামদায়ক শাড়ি বেছে নিতে পারেন। শাড়ি পরতে হলে লাইটওয়েট ও আরামদায়ক ফেব্রিক বেছে নেওয়া ভালো, যাতে চলাফেরা সহজ হয়। বিকালের দিকের কোনো অনুষ্ঠানে গেলে জর্জেট বা মসলিনের শাড়ি কিংবা কটি বা দোপাট্টার সঙ্গে লম্বা কামিজও দারুণ মানাবে।
পোশাকের সঙ্গে মানানসই লুক
শুধু সুন্দর পোশাকই নয়, বসন্তের সাজেও চাই বিশেষ নজর। এ ঋতুতে ভারী মেকআপের বদলে হালকা, ফ্রেশ ও ন্যাচারাল লুক বেশি মানানসই। বেস মেকআপের জন্য ডিউই ফাউন্ডেশন বা বিবি ক্রিম ব্যবহার করতে পারেন। চোখে হালকা আইশ্যাডো, কাজল ও মাশকারার লাগালে পুরো লুকটাই হয়ে উঠবে প্রাণবন্ত। লিপস্টিকের ক্ষেত্রে উজ্জ্বল রঙ যেমন কোরাল, পিচ, লাল বা গোলাপি দারুণ মানাবে। চুলের সাজেও চাই বসন্তের ছোঁয়া। খোলা চুল বা হালকা বেণি, সঙ্গে খোঁপায় তাজা ফুল গাঁথা বসন্তের জন্য একদম পারফেক্ট লুক তৈরি করতে পারে। লুজ ব্রেইড, পনিটেইল বা মেসি বানও করতে পারেন চাইলে। তবে ফুল দিতে ভুলবেন না যেন। গহনার ক্ষেত্রে গোল্ড প্লেটেড বা অক্সিডাইজ্ড ঝুমকা, মালা বা চোকার পরতে পারেন যা পোশাকের সঙ্গে মানিয়ে যাবে। এ ছাড়া ছোট্ট একটা ফুলের কাঁটা বা ফুলের টিকলি বসন্তের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে।
বসন্ত মানেই রঙের খেলা, হাসি-আনন্দ আর উজ্জ্বলতার ঋতু। এ ঋতুর আমেজের সঙ্গে মানানসই পোশাক ও সাজ নির্বাচন করলে পুরো লুকই হয়ে উঠবে অনবদ্য। ট্র্যাডিশনাল হোক বা আধুনিক, আসল সৌন্দর্য ফুটে ওঠে আত্মবিশ্বাস আর আরামের সংমিশ্রণে। তাই নিজের স্বাচ্ছন্দ্য ও রুচির সঙ্গে মানিয়ে বসন্তের সাজ ও পোশাক বেছে নিলে আপনিও হয়ে উঠবেন ঋতুর সৌন্দর্যের এক অপরিহার্য অংশ!
মডেল - অদিতি ও নীলা, পোশাক ও ছবি - সাতকাহন