ছায়া জাতিসংঘ
সানজিদা ইমু
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৫ এএম
সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে গ্লেনরিচ উত্তরা সিনিয়র ক্যাম্পাস কর্তৃক ‘গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল মডেল ইউনাইটেড নেশনস’ (গ্লেনমুন)-এর সপ্তম আসর। ২৩ থেকে ২৬ জানুয়ারি এ ইভেন্টটি আয়োজিত হয়। এ বছরের অধিবেশনের প্রতিপাদ্য ছিল ‘ক্লিয়ার দ্য হেইজ, সেট দ্য ট্রুথ অ্যাব্লেজ’। দক্ষ কূটনীতির মাধ্যমে কীভাবে বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে এ বিষয়ে আলোকপাত করেন অংশগ্রহণকারী প্রতিনিধিরা। ২৩ জানুয়ারি বিশিষ্ট অতিথি ও অংশগ্রহণকারীদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। গ্লেনরিচ উত্তরার অধ্যক্ষ ড. অম্লান কে সাহা উদ্বোধনী অনুষ্ঠানে তার মূল্যবান বক্তৃতা প্রদান করেন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে একজন শিক্ষার্থীর মনোমুগ্ধকর গিটার পরিবেশনা (একক) এবং গ্লেনরিচ উত্তরার হাউস ব্যান্ড ‘ইগনাইট’-এর গান উপস্থিত সবাইকে মুগ্ধ করে। সম্মেলনে মোট ২৮টি স্কুল এবং সারা দেশের বিভিন্ন স্কুল থেকে ৪৫০+ প্রতিনিধি অংশগ্রহণ করে। এবারের সম্মেলনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), জাতিসংঘের মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি ডাবল-ডেলিগেশন), উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো), আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে), জাতিসংঘের নারী অধিকারবিষয়ক কমিশন (ইউএনসিএসডব্লিউ), অর্থনৈতিক ও আর্থিকবিষয়ক পরিষদ (ইকোফিন), বাংলাদেশের অন্তর্বর্তী সরকারসহ মোট ১৪টি কমিটি ছিল।
প্রতিনিধিরা বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ এবং সংকট উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীরা আলোচনায় অংশ নেওয়ার মাধ্যমে নিজেদের বুদ্ধিবৃত্তিক দক্ষতার স্বাক্ষর রাখেন। জাতিসংঘের অনুকরণে আয়োজিত গ্লেনমুনের সপ্তম আসরে শিক্ষার্থীরা নিজেদের চিন্তা ও বিতর্ক দক্ষতা প্রদর্শন করেন।
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার অধ্যক্ষ ড. অম্লান কে সাহা বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। অনন্য দৃষ্টিভঙ্গি ও চিন্তাশক্তির মাধ্যমে দেশ ও বিশ্বের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে এ প্রজন্ম। গ্লেনমুন এসব প্রতিভাবান শিক্ষার্থীর জন্য একটি ব্যতিক্রমী প্ল্যাটফর্ম; বিতর্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যার সমাধান বের করতে উৎসাহিত করে এ আয়োজন। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা উচ্ছ্বসিত। শিক্ষার্থীদের এমন আগ্রহ এ অনুষ্ঠানের সাফল্যের প্রতিফলন।’
আলোচনা ও বিতর্কের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনের দ্বিতীয় দিনে এনকোর ব্যান্ডের কনসার্ট অনুষ্ঠিত হয়। তৃতীয় দিনে ছিল নেমেসিসের পরিবেশনা এবং শেষ দিনে ‘লেভেল ৫’ দর্শকদের মুগ্ধ করে। ২৬ জানুয়ারি ভবিষ্যৎ পৃথিবীর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে এ সম্মেলনের ইতি ঘটে। আয়োজনের শেষ দিন ছিল উৎসবমুখর; গালা ডিনারের মাধ্যমে এ বছরের সম্মেলনটি শেষ হয়।