× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজেকে গড়ে তোলার এখনই সময়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভবিষ্যতে সাফল্য লাভের প্রত্যাশায় যোগ্য মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার এখনই সময়। এখন যারা তরুণ, তারাই আগামীর ঝান্ডা তুলে নেবে হাতে। নিজের জন্য আলাদা সময় রেখে, নিজেকে গড়ে তুলতে সমাজের উন্নয়নে কর্মী হওয়ার মন্ত্র দিতে চাই তাদের।

কর্মী হওয়ার মানে

কর্মী শব্দের অর্থ যিনি কর্ম সম্পাদন করেন। প্রশ্ন হতে পারে, আসলে কোন কাজের কথা বলা হচ্ছে? একটু খুলেই বলি, এ কাজ জীবিকার জন্য নয় বরং জীবনের জন্য। জীবনের জন্য কর্মী হওয়ার মানে যদি ভাবনার অদূরে থাকে, তাহলে বলব নিজের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য কর্মী হওয়া। এ কর্মী হতে হলে প্রথমে চাই ইচ্ছা। ইচ্ছা থাকলেই সম্ভব ‘কর্মী’ হিসেবে নিজেকে গড়ে তোলা।

নিজেকে গড়তে

সমাজের জন্য, পাশের মানুষটির জন্য কিছু করতে চাইলে সবার আগে প্রয়োজন নিজেকে যোগ্যতর মানুষ হিসেবে গড়ে তোলা। নিজের লেখাপড়া ও স্বপ্নের পথে হেঁটে চলার কাজটি করতে হবে সবার আগে। বদভ্যাস ত্যাগ করে ব্যক্তিগত উন্নয়নের কাজটি করতে হবে সবার আগে। কেউ যখন নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে, তখনই আরেকজনের দুঃখ-কষ্ট-অভাব মোচনে এগিয়ে আসতে পারবে।

সবার ছাত্র

কবি সুনির্মল বসুর ‘সবার আমি ছাত্র’ কবিতাটি মনে আছে নিশ্চয়ই। কবি বলেন, প্রকৃতির কাছ থেকে তিনি শিক্ষা নিয়েছেন। আকাশের কাছ থেকে উদারতার শিক্ষা নিয়েছেন। বায়ুর কাছে শিক্ষা পেয়েছেন কর্মী হওয়ার। পাহাড় শিখিয়েছে তার সমান উদার হতে। এভাবে প্রকৃতির প্রতিটি ক্ষেত্র থেকে শিক্ষা নিয়েছেন কবি। সবাইকে বলছি, প্রতিনিয়ত শিক্ষা নিতে হবে নিজের চারপাশ থেকে। এ শিক্ষা নিতে হলে খোলা রাখতে হবে মনের চোখ।

উদ্যোক্তার গুণগান

নিজেকে কর্মী হিসেবে গড়ে তুলতে চাইলে হতে পারেন উদ্যোক্তা। নিজের স্বপ্ন বাস্তবায়নে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন অনেকেই। বর্তমান সময়ে যেসব প্রতিষ্ঠান তাদের কাজ দিয়ে, তাদের পণ্য দিয়ে, তাদের সেবা দিয়ে পুরো বিশ্বকে একই সুতায় গেঁথেছেন, তারা একসময় সবাই উদ্যোক্তা ছিলেন। নতুন কোনো কাজের উদ্যোগ নিতে হলে চাই ইচ্ছার জোর আর স্বপ্ন দেখার মন। যেকোনো মানুষের যেকোনো উদ্যোগ তখনই সফল হয়, যখন সেটা গণমানুষের কথা মাথায় রেখে নেওয়া হয়।

সমাজের দাবি

মানুষের জন্য কাজ করা মানেই সমাজের জন্য কাজ করা। আমাদের চারপাশে অসংখ্য দরিদ্র মানুষ আছে, যারা এক বেলা খাবার জোগাড় করতে অমানুষিক পরিশ্রম করছে। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি আমরা। গৃহহীন অনেক মানুষ আছে, যারা শীত-গ্রীষ্ম-বর্ষায় অসহনীয় কষ্ট ভোগ করে। তাদের কষ্ট লাঘবেও এগিয়ে আসতে পারি আমরা নানাভাবে। একটু চোখ-কান খোলা রাখলেই দেখতে পাব, আসলেই সমাজের মানুষের জন্য অনেক কিছু করার আছে আমাদের।

প্রতিদিন একটি কাজ

আমরা যে-কেউই চাইলে প্রতিদিন একটি কাজ করতে পারি। সেটা হতে পারে ইচ্ছেমতো। সেটা হতে পারে প্রতিদিন একটু একটু করে টাকা জমানো, যেন বছর শেষে কাউকে কোনো কাজে আর্থিক সাহায্য করা যেতে পারে। হতে পারে রক্তের প্রয়োজনে কাউকে সাহায্য করা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা