× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণদের নেতৃত্বে জলবায়ু আন্দোলন এগিয়ে নিতে হবে : সাস্ট ভিসি

সিলেট প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১২:৪১ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ১২:৫৪ পিএম

সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে আসা প্রায় ২০০ তরুণ প্রতিনিধি ফোরামে অংশ নেন।

সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে আসা প্রায় ২০০ তরুণ প্রতিনিধি ফোরামে অংশ নেন।

জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদেরই নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. শাজেদুল করিম। তিনি বলেছেন, যদি জলবায়ু নীতি ও পরিকল্পনায় তরুণদের অন্তর্ভুক্ত করা যায়, তাহলে কার্যকর পরিবর্তন আনা সম্ভব হবে।

সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত ‘সিলেট ক্লাইমেট ইয়ুথ ফোরাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যুবসমাজকে জলবায়ু নীতিমালায় সক্রিয় অংশগ্রহণের সুযোগ দিতে হবে, যাতে তারা টেকসই ভবিষ্যতের জন্য নীতিনির্ধারণে ভূমিকা রাখতে পারে।

ফোরামের আয়োজন করে ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্ট (ন্যাকম) ও ইয়ুথনেট গ্লোবাল। এতে সহযোগিতা করে ক্লাইমেট অ্যাম্বিশন সাপোর্ট অ্যালায়েন্স ও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর এনার্জি সিকিউরিটি অ্যান্ড নেট জিরো।

ফোরামে বক্তারা জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ২৯-এর প্রধান অর্জনগুলো পর্যালোচনা করেন এবং কপ৩০-এর জন্য গুরুত্বপূর্ণ অগ্রাধিকার নির্ধারণের ওপর জোর দেন। তারা বলেন, জলবায়ু নীতিমালা প্রণয়নে তরুণদের মতামত অন্তর্ভুক্ত না করলে টেকসই সমাধান সম্ভব নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার, সাস্ট-এর বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রোমেল আহমেদ এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জৈবপ্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মেহেদী হাসান খান।

ফোরামের সভাপতিত্ব করেন ন্যাকমের নির্বাহী পরিচালক ড. এস.এম. মঞ্জুরুল হান্নান খান। ফোরামের মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান।

কপ২৯-এর কার্যকারিতা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, জলবায়ু আলোচনা ও নীতিনির্ধারণে তরুণদের নেতৃত্ব নিশ্চিত করতে হবে। এই সংকট মোকাবিলায় আর কালক্ষেপণের সুযোগ নেই।

সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে আসা প্রায় ২০০ তরুণ প্রতিনিধি ফোরামে অংশ নেন। তারা কপ২৯-এর আলোচনার মূল দিকগুলো যেমন জলবায়ু অর্থায়ন, অভিযোজন কৌশল ও ক্ষতিপূরণ ব্যবস্থা পর্যালোচনা করেন এবং কপ৩০-এ আরও কার্যকর পদক্ষেপের দাবি তোলেন।

ফোরামে অংশ নেওয়া তরুণ নেতা নিহাল তাসীন বলেন, আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে আজ আমরা কী সিদ্ধান্ত নিচ্ছি তার ওপর। আমরা প্রস্তুত, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে চাই।

বক্তারা বলেন, সিলেটের ভৌগোলিক অবস্থান জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বন্যা, নদীভাঙন, অনিয়মিত বৃষ্টিপাত ও জলাবদ্ধতা ক্রমশই বেড়ে চলেছে। বিশেষ করে হাওর অঞ্চল, যা কৃষি ও মৎস্য খাতের জন্য গুরুত্বপূর্ণ, তা অকাল বন্যা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপর্যস্ত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলেন, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা, টেকসই পানি ব্যবস্থাপনা, শক্তিশালী বাঁধ নির্মাণ এবং হাওর পুনঃস্থাপন প্রকল্প গ্রহণ করা জরুরি। তারা আরও বলেন, জলবায়ু ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নিতে হবে।

ফোরামের সমাপ্তি ঘোষণা করা হয় একটি শক্তিশালী যুব প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনার মধ্য দিয়ে।

অংশগ্রহণকারী তরুণরা বলেন, আমরা জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে, নীতিগত পরিবর্তন আনতে এবং আমাদের কমিউনিটিকে জলবায়ু সহনশীল করতে কাজ করে যাব।

ফোরামে অংশগ্রহণকারীরা বৈশ্বিক জলবায়ু নীতির স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে বিশ্ব নেতাদের আরও জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা