× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কপ-২৯ পরবর্তী ভাবনাা

জলবায়ু সক্রিয়তায় তরুণ নেতৃত্ব ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

গোলাম কিবরিয়া

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ২০:০১ পিএম

ইয়ুথনেট গ্লোবাল-এর নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমানের সঞ্চালনায় একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়

ইয়ুথনেট গ্লোবাল-এর নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমানের সঞ্চালনায় একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়

সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ তরুন জলবায়ু কর্মী এবং গণমাধ্যমের সঙ্গে একটি সংলাপের আয়োজন করে। এই সংলাপটি তরুণ জলবায়ু কর্মীদের মিডিয়ার সঙ্গে তাদের কপ-২৯ পরবর্তী ভাবনাগুলো ভাগ করে নেয়ার সুযোগ করে দেয়। সেই সঙ্গে তরুণরা গণমাধ্যমের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তাদের দাবি দাওয়া তুলে ধরেন।

'জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-২৯ ) দুই সপ্তাহের আলোচনা ও দর-কষাকষির পর, সম্মেলনে জলবায়ু তহবিল বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। এতে ২০৩৫ সাল অবধি উন্নত দেশগুলো প্রতি বছর ৩০ হাজার কোটি (৩০০ বিলিয়ন) ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও অভিযোজনের জন্য ব্যবহৃত হবে। তবে এই অর্থ উন্নয়নশীল দেশগুলোর প্রত্যাশার তুলনায় অনেক কম, যা বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অর্থায়নের শুধুমাত্র একটি আংশিক সমাধান হতে পারে। বাংলাদেশে জলবায়ু সম্পর্কিত নীতিনির্ধারণী পর্যায়ে তরুণদের আরো সম্পৃক্ত করা উচিত।' আজ সোমবার (২৭ জানুয়ারি) গুলশানে হোটেল আমারই ঢাকায় সেভ দা চিলড্রেন আয়োজিত কপ-২৯  মিডিয়া ডায়ালগ অনুষ্ঠানে বলছিলেন ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান। 

এই সংলাপটি উদ্বোধন করেন সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশ এর অ্যাডভোকেসি, ক্যাম্পেইন, কমিউনিকেশন্স এবং মিডিয়া বিভাগের পরিচালক জিনাত আরা আফরোজ।

তিনি বলেন, আপনারা তরুন জলবায়ু কর্মীরা সবাই কমিউনিটি থেকে এসেছেন আপনারা সব থেকে ভালো বোঝেন কমিউনিটির চাহিদা সম্পর্কে যে কারনে বৈশ্বিক জলবায়ু এবং অসমতা সংকট সমাধানে আপনারাই নেতৃত্ব দিচ্ছেন। সেভ দ্য চিলড্রেন ‘জেনারেশন হোপ' ক্যাম্পেইনের মাধ্যমে আপনাদের নেতৃত্বে, আপনাদের সাথে কাজ করতে চাই বৈশ্বিক জলবায়ু এবং অসমতা সংকট সমাধানের এই লড়াইয়ে। শিশু ও তরুণদের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যত গড়তে আমরা একসাথে কাজ করতে চাই। এই ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের অনুরোধ করতে চাই তরুণ জলবায়ু কর্মীদের কন্ঠস্বর বিশ্ব নেতৃত্বের কাছে পৌঁছে দেয়ার জন্য।

এই সংলাপে আরও অংশগ্রহণ করেন, সেভ দ্য চিলড্রেন-এর হিউম্যানিটারিয়ান সেক্টরের পরিচালক মো. মোস্তাক হোসেন। সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ-এর জলবায়ু সহনশীলতা সম্পর্কিত উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, আমরা দেখেছি যে যখন তৃণমূল পর্যায়ে পৌঁছানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে স্থানীয় পর্যায়ের প্রচেষ্টা সবচেয়ে বেশি কার্যকর হয়। সেভ দ্য চিলড্রেনে আমরা প্রাথমিক পদক্ষেপের মাধ্যমে দেখেছি যে প্রাথমিক বার্তাগুলো ইউনিয়ন পর্যায়ে উপযোগী করে তৈরি করা প্রয়োজন। এই প্রচারণায় তরুণ কর্মীরা অসাধারণ ভূমিকা পালন করেছে। এটি আমাদের দেখিয়েছে যে তাদের মধ্যে জলবায়ু সহনশীলতা বাড়ানোর বিপুল সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে আমরা তরুণ জলবায়ু কর্মীদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।

ইয়ুথনেট গ্লোবাল-এর নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমানের সঞ্চালনায় একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে কপ ২৯-এ অংশগ্রহণকারী জলবায়ু কর্মীদের অভিজ্ঞতা এবং সম্মেলন থেকে প্রাপ্ত শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। এই প্যানেলে আরও অংশগ্রহণ করেন জিমরান মোহাম্মদ সাইক, ফারিয়া হোসেন, এম এ তামিম, কিংবদন্তি সাবির। অ্যাকটিভিস্টরা ফোরামে তাদের অভিজ্ঞতা এবং বাংলাদেশসহ অনুরূপ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বাড়ানো ও নির্দেশিত করার প্রধান দাবিগুলো তুলে ধরেন। সোহানুর বলেন, আমরা আগের জলবায়ু সম্মেলনে- জলবায়ু অর্থায়নের ওপর গুরুত্ব দিয়েছিলাম, এবং প্রাথমিক বিনিয়োগ ১০০ বিলিয়ন মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৩০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হয়, যেখানে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রথমবারের মতো কপ ২৯ -এ জেন্ডার অ্যাকশন প্রোগ্রাম শুরু করা হয়। বাংলাদেশে জলবায়ু অবকাঠামোতে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন। যদিও যুব ও শিশুরা জলবায়ু পরিবর্তনের কারণে বেশি ঝুঁকির মুখে, তবুও তাদের মধ্যে বিশ্ব নেতাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্বশীল ও জবাবদিহি করতে বাধ্য করার ক্ষমতা রয়েছে, যাতে জলবায়ু সহনশীলতাকে শীর্ষ অগ্রাধিকার হিসেবে নিশ্চিত করা যায়।

তিনি গণমাধ্যমকে আমন্ত্রণ জানান যুব জলবায়ু অ্যাকটিভিস্টদের সঙ্গে এই জলবায়ু সমতার যাত্রায় যোগদানের জন্য। প্যানেল আলোচনার সময়, জলবায়ু কর্মীরা কপ ২৯-এ তাদের মূল আলোচ্য বিষয়গুলো তুলে ধরেন, যার মধ্যে অন্যতম ছিল স্বল্পোন্নত দেশগুলোর জন্য কার্যকর জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা। তারা মিডিয়াকে আমন্ত্রণ জানায় COP চলাকালীন এবং পরবর্তী সময়ে তাদের কার্যক্রম প্রচার করার জন্য সহযোগী হিসেবে কাজ করতে।

সবশেষে জলবায়ু কর্মীরা, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এবং মিডিয়ার মধ্যে একটি উন্মুক্ত আলোচনা হয়, যেখানে জলবায়ু সাংবাদিকতায় যুবদের কণ্ঠস্বর অন্তর্ভুক্ত করে তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কার্যকর সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা