এয়ারফোর্স বেসক্যাম্প
নাকিব নিজাম
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১০:১২ এএম
আগারগাঁওয়ে অবস্থিত এয়ারফোর্স বেসক্যাম্প। এখানে আছে ছোট-বড় সবার জন্য এ্যাডভেঞ্চার একটিভিটির সুযোগ। নানারকম অনগ্রাউন্ড অবসটেকল একটিভিটি, ট্রি টপ একটিভিটি, জিপ লাইন, ক্লাইম্বিং ওয়াল- সবমিলিয়ে বেশ থ্রিলিং একটা অভিজ্ঞতা হলো। এ্যাডভেঞ্চার একটিভিটি করা ছাড়াও এখানে আছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার ব্যবস্থা। আছে রাতে ক্যাম্পফায়ার এবং ক্যাম্পিং করারও সুযোগও। ফ্যামিলি ডে ট্রিপের জন্য রীতিমতো ট্রেন্ডের শীর্ষে এখন এই জায়গাটি।
প্রবেশমুখে নিজেদের পছন্দমতো প্যাকেজ নিয়ে ভেতরে প্রবেশ করতেই শুরুতে একটা সবুজ মাঠের দেখা পেয়ে যাবেন। মাঠের বিভিন্ন প্রান্তে নানারকম অনগ্রাউন্ড অবসট্যাকল এ্যাডভেঞ্চার অ্যাকটিভিটি দিয়ে সাজানো। প্রতিটা অ্যাকটিভিটি খুব চ্যালেঞ্জিং আর মজার। বন্ধুবান্ধব বা পরিবারের সবাই মিলে দল বেঁধে এসে একসঙ্গে এই টাস্কগুলো করতে দারুণ মজা লাগবে। মাঠের এক কোণে আছে একটা উঁচু ক্লাইম্বিং ওয়াল। ক্লাইম্বিং ওয়ালের ওপরে জিপ লাইন করার ব্যবস্থা। জিপ লাইনিং করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে বা ক্লাইম্বিং ওয়ালে রক ক্লাইম্বিং করতে বেশ রোমাঞ্চকরএকটা অভিজ্ঞতা হয়ে যাবে। অন্য গ্রাউন্ড অ্যাকটিভিটি জোনের পাশেই আছে নানারকম ট্রি টপ অ্যাকটিভিটি জোন যেগুলো গাছে গাছে সাজানো। এই জোনটাতেও আছে বেশ কিছু মজার অ্যাকটিভিটি। ঠিক পাশেই সেটআপ করা হয়েছে ডে ট্রিপে আসা গেস্টদের জন্য গ্ল্যাম্পিং টেন্ট আর রাতে যাঁরা থাকতে চান, তাঁদের জন্য ক্যাম্পিং জোন।
আরো আছে একটা ইয়োগা ও মেডিটেশন সেন্টার। পুরো বেসক্যাম্প জুড়ে খানিক পরপরই রয়েছে বসার ব্যবস্থা।
চারপাশ সবুজ গাছগাছালিতে ঘেরা। এমন সতেজ, শান্ত পরিবেশে কোন অ্যাকটিভিটি না করে শুধু বসে থাকতেও আপনার ভালো লাগবে। ছোটদের জন্যে রয়েছে কিডস এ্যাডভেঞ্চার জোন। কাউকে দেখা যাবে মজা করে আর্চারি অনুশীলন করছে। সব মিলিয়ে, চমৎকার একটা শীতের সকাল কাটিয়ে আসতে পারবেন ঢাকার এই নতুন এয়ারফোর্স বেসক্যাম্পে।