প্রচ্ছদ
নুসরাত খন্দকার
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১০:৩২ এএম
মডেল: বিথি রানী; মেকআপ: শোভন মেকওভার; ছবি: ফারহান ফয়সাল
উৎসবের নিমন্ত্রণ মানেই নিজের ভেতরের সৌন্দর্য ফুটিয়ে তোলার একটি সুযোগ। প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া রেখে ট্রেন্ডি মেকআপের মাধ্যমে নিজেকে সবার চেয়ে আলাদা করে তোলা সম্ভব। সাজগোজ শুধু রূপের প্রকাশ নয়, আত্মবিশ্বাসেরও প্রতিফলন। নিমন্ত্রণে কীভাবে সাজবেন, দেখে নিন এ প্রচ্ছদে-
বিয়ের দাওয়াত বা যেকোনো উৎসবের আনন্দে যোগ দিতে সাজগোজ একটি গুরুত্বপূর্ণ অংশ। সাজগোজ কেবল ব্যক্তির উপস্থিতি আকর্ষণীয় করে তোলে না, বরং আত্মবিশ্বাসও বাড়িয়ে দেয়। সঠিক মেকআপের মাধ্যমে ত্বকের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলা সম্ভব।
ত্বক প্রস্তুতি : মেকআপের আগে যত্ন
মেকআপ দীর্ঘ সময় টিকিয়ে রাখতে এবং ত্বক উজ্জ্বল রাখতে মেকআপের আগে ত্বক প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে কিছু ধাপ তুলে ধরা হলোÑ
ত্বক পরিষ্কার করা
মেকআপের আগে মুখ ধুয়ে পরিষ্কার করতে হবে। এটি ত্বকের ওপর জমে থাকা তেল, ধুলো এবং ময়লা দূর করতে সাহায্য করে। মুখ ধোয়ার জন্য একটি জেন্টল ফেসওয়াশ ব্যবহার করুন।
এক্সফোলিয়েট করা
ত্বকের মৃত কোষ দূর করতে সপ্তাহে অন্তত একবার স্ক্রাব ব্যবহার করুন। এটি ত্বক মসৃণ করে এবং মেকআপ ভালোভাবে বসতে সাহায্য করে।
ময়েশ্চারাইজার প্রয়োগ
মুখ ধোয়ার পর একটি ভালোমানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটি ত্বক মসৃণ রাখে এবং মেকআপ ফাটতে দেয় না। শুষ্ক ত্বকের জন্য হাইড্রেটিং ময়েশ্চারাইজার এবং তৈলাক্ত ত্বকের জন্য জেলভিত্তিক ময়েশ্চারাইজার বেছে নিন।
প্রাইমার ব্যবহার
মেকআপের আগে প্রাইমার প্রয়োগ করুন। এটি ত্বকের ওপর একটি সমতল ভিত্তি তৈরি করে এবং মেকআপ দীর্ঘস্থায়ী রাখতে সাহায্য করে। তৈলাক্ত ত্বকের জন্য ম্যাটিফায়িং প্রাইমার এবং শুষ্ক ত্বকের জন্য ডিউই প্রাইমার উপযুক্ত
মেকআপের ধাপ
ফাউন্ডেশন প্রয়োগ : ফাউন্ডেশন আপনার ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে নির্বাচন করুন। ভালোভাবে ব্লেন্ড করে পুরো মুখে প্রয়োগ করুন যাতে এটি প্রাকৃতিক দেখায়। হালকা কভারেজের জন্য বিউটি ব্লেন্ডার এবং বেশি কভারেজের জন্য ব্রাশ ব্যবহার করতে পারেন।
কনসিলার : চোখের নিচের কালো দাগ বা ত্বকের অনিয়ম দূর করতে কনসিলার ব্যবহার করুন। এটি আপনার মুখে একটি সতেজ ভাব আনবে।
পাউডার : মেকআপ সেট করার জন্য একটি ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করুন। এটি ত্বকের তৈলাক্তভাব নিয়ন্ত্রণ করে এবং মেকআপ আরও দীর্ঘস্থায়ী করে।
চোখের মেকআপ : বিয়ের দাওয়াত বা উৎসবে চোখের সাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোল্ডেন বা শিমারি শ্যাডো ব্যবহার করুন যা উৎসবের মেজাজের সঙ্গে মানানসই। স্মোকি আই বা উইংড লাইনার দিয়ে চোখের সাজ সম্পূর্ণ করুন। ভলিউমাইজিং মাশকারা দিয়ে চোখের পাতা ঘন দেখান।
ভ্রু সাজানো : ভ্রু সঠিকভাবে সাজিয়ে নিন। আইব্রো পেনসিল বা পাউডার ব্যবহার করে ভ্রুর ফাঁকা অংশ পূরণ করুন। এটি আপনার মুখের অভিব্যক্তি আরও সুন্দর করে তোলে।
ব্লাশ ও ব্রোঞ্জার : গালের উজ্জ্বলতা বাড়াতে হালকা গোলাপি বা পিচ শেডের ব্লাশ ব্যবহার করুন। ব্রোঞ্জার দিয়ে মুখের ফিচারগুলো হাইলাইট করুন।
লিপস্টিক : পোশাকের রঙ এবং অনুষ্ঠানের ধরন অনুযায়ী লিপস্টিকের শেড নির্বাচন করুন। গাঢ় রঙের জন্য ম্যাট লিপস্টিক এবং হালকা রঙের জন্য গ্লসি লিপস্টিক বেছে নিন।
সেটিং স্প্রে : মেকআপ সম্পন্ন হলে একটি সেটিং স্প্রে ব্যবহার করুন। এটি মেকআপ দীর্ঘ সময় ঠিক রাখতে সাহায্য করে।
দীর্ঘস্থায়ী মেকআপের টিপস
ত্বক তৈলাক্ত হলে মেকআপ করার আগে ম্যাটিফায়িং প্রাইমার ব্যবহার করুন।
লিকুইড ফাউন্ডেশনের পরিবর্তে লং-লাস্টিং ফাউন্ডেশন বেছে নিন।
মেকআপের ফাঁকে ব্লটিং পেপার ব্যবহার করে বাড়তি তেল মুছে ফেলুন।
লিপস্টিকের স্থায়িত্ব বাড়াতে প্রথমে লিপলাইনার দিয়ে ঠোঁটে লাইন টেনে তারপর লিপস্টিক ব্যবহার করুন।
মেকআপ শেষ করার পর সেটিং স্প্রে ব্যবহার নিশ্চিত করুন।
মেকআপের বর্তমান ট্রেন্ড
বর্তমান সময়ে মেকআপে প্রাকৃতিক লুক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। ‘নো মেকআপ’ লুক এখন বেশ জনপ্রিয়। এতে হালকা ফাউন্ডেশন, ন্যুড লিপস্টিক এবং সিম্পল আইলাইনার ব্যবহার করা হয়। পাশাপাশি চোখের জন্য রঙিন আইলাইনার বা মেটালিক শ্যাডোর ব্যবহার ট্রেন্ডে রয়েছে।
গ্লোই স্কিন মেকআপ এখন অত্যন্ত চলিত। এতে হাইলাইটার এবং ডিউই ফিনিশের প্রোডাক্ট ব্যবহার করে ত্বক উজ্জ্বল দেখানো হয়। ফেদার্ড ভ্রু এবং ন্যাচারাল ব্লাশ এ লুকের অন্যতম অংশ।
উৎসব বা বিয়ের মেকআপে ক্লাসিক স্মোকি আই এবং লাল লিপস্টিক এখনও প্রিয়। তবে গোল্ডেন বা কপার শ্যাডোর সঙ্গে ডিউই স্কিনের কম্বিনেশন দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছে। গ্লিটার মেকআপ বা মণিমুক্তার ব্যবহারও উৎসবের সাজে আলাদা মাত্রা যোগ করছে।
বিশেষ দিনগুলোতে বাড়তি যত্ন
পিকনিক বা বিয়ের কোনো আউটডোর ইভেন্টে হালকা ও টেকসই মেকআপ করা উচিত। সানস্ক্রিনযুক্ত প্রাইমার ব্যবহার করে ত্বক রোদ থেকে সুরক্ষিত রাখুন।
যদি আপনি দীর্ঘ সময় ধরে বাইরে থাকেন, তবে মেকআপ ব্যাগে ব্লটিং পেপার, লিপস্টিক এবং ট্রান্সলুসেন্ট পাউডার রাখতে ভুলবেন না।
মেকআপের পাশাপাশি চুলের স্টাইলকেও গুরুত্ব দিন। হালকা কার্ল, খোলা চুল বা পরিপাটি বানের সঙ্গে মেকআপের সমন্বয় আপনার লুক আরও আকর্ষণীয় করে তুলবে।
যেকোনো নিমন্ত্রণে মেকআপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক প্রস্তুতি এবং টেকনিক অনুসরণ করলে আপনার সাজ দীর্ঘস্থায়ী এবং প্রাকৃতিক দেখাবে। এ টিপসগুলো মেনে চললে আপনি নিমন্ত্রণে যেমন সাজ চান, তেমনই আকর্ষণীয় হয়ে উঠবেন।