সুফিয়ান আহমদ চৌধুরী
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ২০:০১ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ২০:১২ পিএম
মিঠেল রোদে হাসছে ধান
ঠাকুর বাড়ির মাঠে,
রোদের আলো ইলিক ঝিলিক
জমছে মেলা হাটে
মিঠেল রোদে সুরমা নদী
হাসছে জল রাঙা,
দোয়েল পাখি উড়ছে ওই
রহিম চাষি চাঙা।
মিঠেল রোদে উঠোন রোদে
শিশু কিশোর মেলা,
কানামাছির মজার খেলায়
সুখে কাটে বেলা।
মিঠেল রোদে শীতের দিনে
ভাপা পিঠার ধুম,
হিমেল হাওয়া দেয় তো গায়ে
আদরমাখা চুম।
মিঠেল রোদে খেলনা নিয়ে
খেলার মেলা বেশ,
ছড়ায় ঘ্রাণ ফুলের ঘ্রাণ
খুশির নেই শেষ।
শীত এসেছে
মাসুদুল হাসান রনি
শীত এসেছে, ঝরে গেছে
গাছের সব পাতা
তোরঙ থেকে নামিয়েছি
লেপ কম্বল কাঁথা।
ভারী সোয়েটার, ফুল স্লিভের
গেঞ্জি ও হাইনেক
দখল করে রেখেছিল
ক্লোজেটের সব র্যাক।
জ্যাকেট, হুডি, মোজা, গ্লোভস
স্নো বুট ও কানটুপি
ঝেড়েমুছে পড়ছি যখন
লাগছে বহুরূপী।
শীতের কোলে
সুশান্ত কুমার দে
শীতের কোলে পড়ল টলে
ভোরের রাঙা রবি,
ছোট্ট খুকি দেয় সে উঁকি
খুঁজছে আলোর ছবি।
এমন শীতে পারে না দিতে
বাবাই পোশাক কিনে,
সারাক্ষণ অভাব অনটন
বাবাই থাকেন ঋণে!
মিষ্টি মুখেই ভীষণ দুঃখেই
বস্তিবাসীর মেয়ে,
শীতের ভোরে পথেই ঘোরে
সূর্যের দিকেই চেয়ে!
বিত্তবানদের আছে অঢেল
হরেক রকম পোশাক,
ক্ষুদ্র দানে ওই ধনীর প্রাণে
শোনেনি দীনের ডাক!