প্রচ্ছদ
নুসরাত খন্দকার
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ২২:৪৭ পিএম
পোশাক : ক্লাব হাউস; ছবি : ফারহান ফয়সাল
ব্লেজার- ফ্যাশনের এক চিরসবুজ অধ্যায়, যেখানে মেলে রুচি, আধুনিকতা ও স্বতন্ত্রতার ছাপ। ফরমাল আয়োজনে আভিজাত্য কিংবা ক্যাজুয়াল লুকে স্টাইলের প্রকাশ, ব্লেজার সব ক্ষেত্রেই ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেলেও ব্লেজারের আবেদন রয়ে গেছে একই রকম-
ব্লেজার, যা একসময় শুধু ফরমাল পোশাকের অংশ হিসেবে বিবেচিত হতো, আজকের দিনে তা পেরিয়েছে ওই সীমারেখা। স্টাইলের এ চিরসবুজ উপাদানটি এখন ছেলেমেয়ে নির্বিশেষে ফ্যাশনের অন্যতম প্রধান অনুষঙ্গ। অফিস থেকে ক্যাজুয়াল আউটিং, পার্টি থেকে গুরুত্বপূর্ণ মিটিংÑ ব্লেজার সব ক্ষেত্রেই ব্যক্তিত্ব ও রুচির প্রকাশ ঘটায়। শীতের ফ্যাশনে ব্লেজার কেবল উষ্ণতাই নয়, বরং স্টাইলের একটি অপরিহার্য অংশ।
মেয়েদের ক্যাজুয়াল
ও অফিস স্টাইলে
মেয়েদের ফ্যাশনে
ব্লেজারের প্রভাব এখন বহুমাত্রিক। অফিস স্টাইলের কথা বললে ব্লেজার আনতে পারে পেশাদারির
নিখুঁত ছাপ। ফিটেড ব্লেজার, প্লেন কালারের সঙ্গে ন্যূনতম অ্যাকসেসরিজ মিলে একটি কমপ্লিট
অফিস লুক তৈরি করে। অন্যদিকে, ক্যাজুয়াল স্টাইলে ব্লেজারের উপস্থিতি যোগ করে এক ভিন্নমাত্রার
স্টাইল স্টেটমেন্ট। জিনসের সঙ্গে ওভারসাইজড ব্লেজার, কিংবা মিডি ড্রেসের ওপর ফ্লোরাল
প্রিন্টেড ব্লেজার প্রতিটি লুকেই আনে আধুনিকতার ছোঁয়া। এ ছাড়া মেয়েদের পোশাকে এখন
ডাবল-ব্রেস্টেড ব্লেজার কিংবা বেল্টেড ব্লেজারের চাহিদাও বেড়েছে, যা লুক আরও আকর্ষণীয়
করে তোলে।
ছেলেদের ফরমাল
বা ক্যাজুয়াল স্টাইলে
ছেলেদের পোশাকে
ব্লেজার মানেই আভিজাত্যের প্রতীক। অফিস বা আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠানে ফরমাল ব্লেজারের
গুরুত্ব অপরিসীম। সাধারণ সলিড কালার ব্লেজার কিংবা ক্লাসিক ডার্ক টোনে টেইলর-মেড ব্লেজার
একটি ফরমাল লুককে করে তোলে নিখুঁত। তবে ক্যাজুয়াল স্টাইলে ব্লেজারের ব্যবহার আজকের
দিনে আরও বহুমুখী হয়ে উঠেছে। চাইনোস কিংবা ডেনিমের সঙ্গে লাইটওয়েট ব্লেজার বা কনট্রাস্টেড
প্যাটার্ন ব্লেজার ছেলেদের লুকে আনে একটি স্টাইলিশ অথচ আরামদায়ক অনুভূতি। আজকাল স্লিম-ফিট
ব্লেজারের পাশাপাশি ওভারসাইজ্ড ব্লেজারের ব্যবহারও জনপ্রিয়।
আধুনিক ব্লেজার
ডিজাইন এবং স্টাইল টিপস
সময়ের সঙ্গে
ব্লেজারের ডিজাইনে এসেছে নানা পরিবর্তন। ক্লাসিক সিঙ্গল-ব্রেস্টেড ও ডাবল-ব্রেস্টেড
ব্লেজারের পাশাপাশি এখন বাজারে পাওয়া যাচ্ছে লংলাইন ব্লেজার, ক্রপ্ড ব্লেজার এবং
অ্যাসিমেট্রিক কাটের ব্লেজার। আর বিভিন্ন ধরনের কাপড় যেমন উল, লিনেন, কটন ও সিনথেটিক
ফেব্রিকÑ এ বৈচিত্র্য এনে দিয়েছে।
স্টাইল টিপস হিসেবে
একটি কালো বা নেভি ব্লেজার ফ্যাশন-গার্ডরোবের অপরিহার্য অংশ। ছেলেদের ক্ষেত্রে সাদা
টি-শার্টের ওপর একটি হালকা রঙের ব্লেজার মানিয়ে যায় যেকোনো ক্যাজুয়াল অনুষ্ঠানে।
মেয়েদের জন্য একটি ফ্লোরাল বা প্যাস্টেল ব্লেজার চমৎকার বিকল্প হতে পারে।
ব্লেজারের আরেকটি
গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক ফিটিং। একটি ভালো ফিটের ব্লেজার যেমন ব্যক্তিত্ব ফুটিয়ে
তোলে, তেমন ভুল মাপের ব্লেজার পুরো লুক নষ্ট করতে পারে। তাই কেনার সময় ফিটিং ও কাটে
বিশেষ নজর দিন।
কেনার আগে
কোন বিষয়গুলো বিবেচনা করা উচিত
ব্লেজার কেনার
সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিতÑ
কেনার সময়
খেয়াল করুন
আকার ও ফিটিং
: সঠিক মাপের ব্লেজার কেনা জরুরি। স্লিম ফিট ব্লেজার এখন বেশি জনপ্রিয়, তবে নিজের
শরীরের সঙ্গে মানানসই ব্লেজার কিনুন।
কাপড়ের মান :
ব্লেজারের কাপড় এমন হতে হবে যা আরামদায়ক এবং দীর্ঘস্থায়ী হয়। উল, তুলা বা পলিয়েস্টারের
ব্লেজার বেছে নেওয়া যেতে পারে।
রঙের নির্বাচন
: গাঢ় রঙের ব্লেজার অফিসিয়াল পরিবেশে মানানসই, আর হালকা রঙ বা প্রিন্টেড ব্লেজার
ক্যাজুয়াল পরিবেশে বেশি ব্যবহার করা হয়।
সেলাই এবং কাটিং
: ব্লেজারের সেলাই এবং কাটিং পরীক্ষা করুন। ভালো সেলাই এবং নিখুঁত কাটিং ব্লেজারকে
আরও স্টাইলিশ করে তোলে।
অভ্যন্তরীণ আস্তরণ
: ব্লেজারের অভ্যন্তরীণ আস্তরণ (লাইনিং) পরীক্ষা করুন। এটি আরামদায়ক এবং টেকসই হওয়া
উচিত।
পকেট এবং বোতামের
গুণমান : পকেট এবং বোতাম পরীক্ষা করে দেখুন। মানসম্পন্ন বোতাম এবং পকেট ব্লেজারের স্থায়িত্ব
বাড়ায়।
ব্লেজারের
যত্ন
শীতে ব্লেজার
ব্যবহারের পাশাপাশি এর সঠিক যত্ন নেওয়াও জরুরি। সঠিক যত্নের অভাবে ব্লেজার তার আকার
ও সৌন্দর্য হারিয়ে ফেলতে পারে।
পরিষ্কার রাখা
: ব্লেজার নিয়মিত ধোয়া বা পরিষ্কার করার দরকার নেই। যদি দাগ লাগে, তা স্পট ক্লিনার
দিয়ে মুছে নিন। উল ব্লেজার ড্রাই ক্লিন করানো সবচেয়ে ভালো।
ঝুলিয়ে রাখুন
: ব্লেজার কখনোই মুড়ে রাখবেন না। সঠিক আকৃতির হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে এটি দীর্ঘ
সময় ভালো থাকবে।
শীতের জন্য সুরক্ষা
: শীতে ব্লেজার ব্যবহারের পরে শুকনো জায়গায় রাখুন। আর্দ্র পরিবেশ ব্লেজারের ক্ষতি
করতে পারে।
রোদ থেকে দূরে
রাখুন : ব্লেজার সরাসরি সূর্যের আলোয় রাখবেন না। এতে রঙ ফিকে হয়ে যেতে পারে।
বিরতি দিন : প্রতিদিন
একই ব্লেজার পরার পরিবর্তে বিকল্প ব্যবহার করুন। এতে ব্লেজারের কাপড় দীর্ঘস্থায়ী
হবে।
আয়রনের সঠিক
ব্যবহার : ব্লেজার আয়রন করার সময় হালকা তাপমাত্রা ব্যবহার করুন। উল ব্লেজারের ক্ষেত্রে
স্টিম আয়রন সবচেয়ে ভালো কাজ করে।
সুগন্ধি ব্যবহার
: ব্লেজারে সরাসরি পারফিউম বা সুগন্ধি স্প্রে করা থেকে বিরত থাকুন। এটি কাপড়ে দাগ
ফেলতে পারে। সুগন্ধি ব্যবহারের আগে ব্লেজারের ভেতরের অংশে স্প্রে করুন।
নিয়মিত ব্যবহার
: দীর্ঘদিন ধরে একটি ব্লেজার রেখে দিলে তা নষ্ট হয়ে যেতে পারে। তাই ব্লেজার নিয়মিত
ব্যবহার করুন।
ব্লেজার কেবল
একটি পোশাক নয়, এটি ব্যক্তিত্ব এবং রুচির পরিচয়। ফরমাল এবং ক্যাজুয়াল উভয় পরিবেশে
মানানসই ব্লেজার আপনার ফ্যাশনকে নতুন মাত্রা দিতে পারে। সঠিক কাপড়, রঙ এবং ফিটিং বেছে
নিলে ব্লেজার শীতকালীন পোশাকের একটি স্টাইলিশ সংযোজন হতে পারে।