প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ১২:৩৬ পিএম
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর আইন বিভাগের এআইইউবি মুট কোর্ট ক্লাবের উদ্যোগে গত ৯ জানুয়ারি শুরু হয় ৫ম আন্ত-বিভাগ মুট কোর্ট প্রতিযোগিতা।
দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতায় মোট ১৮টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উপদেষ্টা ড. তাসলিমা মনসুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এআইইউবি মুট কোর্ট ক্লাবের মডারেটর কাজী ওমর ফয়সাল।
প্রিলিমিনারি, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল রাউন্ডে মুট কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও আইনজীবীরা। চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আব্দুর রহমান, ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত বিচারক ড. মাশরুর সালেকীন, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক ফারজানা ইয়াসমিন, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আহসান হাবীব।
এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ফাইয়াজ হাসান রাফি,মো. মুনতাসির নিবির,মো. নাইম মোল্লার সমন্বয়ে গঠিত দলটি (টিম ৫০৬)। শামস মীম নূর,সাদিয়া নাজিম সেতু,ফাইয়াজ আহম্মেদ আদিবের সমন্বয়ে গঠিত দলটি (টিম ৫১৪) রানার্সআপ হয়। এ প্রতিযোগিতায় ‘বেস্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ পেয়েছে সামিউল মোস্তফা সালমান, মো.রাব্বী, রাজীব হোসাইন ফয়সালের সমন্বয়ে গঠিত দল (টিম ৫০২)। এ ছাড়া ‘বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড’ পেয়েছে মেহের আফরোজ এনি এবং সামিউল মোস্তফা সালমান ও ফারজানা আক্তার কহিনুরকে ‘বেস্ট মুটার অ্যাওয়ার্ড’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাইফুল ইসলাম ও অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আব্দুর রহমান। বিশ্ববিদ্যালয়ের উপচার্য আইনবিভাগকে ও বিচারকদের ধন্যবাদ জানান এবং আইন বিভাগেকে আগামীতে এরকম মুটকোর্ট প্রতিযোগিতার জন্য আহবান জানান।