গোলাম কিবরিয়া
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১০:৫৪ এএম
তৃতীয় অভিযান হিসেবে দক্ষিণ আমেরিকার আকোংকাগুয়া পর্বত আরোহণের পরিকল্পনা হাতে নিয়েছেন জাফর। ছবি: জাফর সাদেকের সৌজন্যে
দক্ষিণ আমেরিকার উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট আকোংকাগুয়া যাচ্ছের পর্বতারোহী জাফর সাদেক। পর্বতারোহণ ক্লাব মাউন্টেইন মেডনেস জানায়, সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বত শৃঙ্গ অভিযান পর্বতারোহীদের কাছে সেভেন সামিট নামে পরিচিত।
জাফর সাদেক এরইমধ্যে ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রুস ও আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারো আরোহণ করেছেন। এবার তৃতীয় অভিযান হিসেবে দক্ষিণ আমেরিকার আকোংকাগুয়া পর্বত আরোহণের পরিকল্পনা হাতে নিয়েছেন। তার সঙ্গে আছেন পর্বতারোহী মজিবুর রহমান ।
১২ জানুয়ারি অভিযানের উদ্দেশ্যে আর্জেন্টিনা যাত্রা করেছেন জাফর। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানান সরঞ্জাম কেনার কাজ শেষ করে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে মেনদোজার উদ্দেশে রওনা হবেন তিনি। সপ্তাহখানেকের ট্রেক শেষ পৌঁছাবেন বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হবে এখান থেকেই। বেস ক্যাম্প থেকে উপরের ক্যাম্পগুলোতে উঠানামা করে শরীরকে অতি উচ্চতার সাথে খাপ খাইয়ে নেবেন এই পর্বতারোহী। পুরো অভিযানে সময় লাগবে প্রায় এক মাস। আবহাওয়া অনুকূলে থাকলে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে চূড়ায় আরোহণ হতে পারে। সবকিছু ঠিক থাকলে আকোংকাগুয়া অভিযান শেষে আগামী ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন জাফর সাদেক।
আর্জেন্টিনা-চিলি সীমান্তে অবস্থিত আন্দিজ পর্বতমালার শীর্ষবিন্দু আকোংকাগুয়া দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ৬,৯৬১ মিটার বা ২২,৭৮৩৮ ফুট। এশিয়া মহাদেশের বাইরে এটিই পৃথিবীর সর্বোচ্চ পর্বত। আকোংকাগুয়া পশ্চিম গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ উভয়েরই সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি পৃথিবীর ৭টি মহাদেশের শীর্ষ চূড়াগুলির (সপ্তচূড়া) একটি। যোগাযোগ ব্যবস্থা ও ভিসা জটিলতার কারণে বাংলাদেশ থেকে সচরাচর আকোংকাগুয়া আরোহণের চেষ্টা হয়না। সেই চ্যালেঞ্জই নিয়ে গত বেশ কয়েক বছর ধরে নিজেকে আকোংকাগুয়া অভিযানের জন্য প্রস্তুত করেছেন জাফর।
পর্বতারোহণে জাফরের পথচলা শুরু ২০১২ সাল থেকে পার্বত্য চট্টগ্রামের নানান পাহাড়ে পথচলার মধ্য দিয়ে। ঢাকার পর্বতারোহণ ক্লাব মাউন্টেইন মেডনেডের প্রতিষ্ঠাতা তিনি। এই ক্লাবের হয়েই গত আট বছরে হিমালয় ও ককেশাস পর্বতমালার বেশকিছু শিখরে অভিযান করে আসছেন তিনি। ২০২৩ সালের জুলাই মাসে প্রথম বাংলাদেশি হিসেবে মাত্র পনের দিনের ব্যবধানে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুস এবং আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমানজারো আরোহণ করেন। ২০২২ সালে হিমালয়ের মেরা পর্বত এবং ২০২৪ সালে ফ্রেন্ডশিপ পর্বত আরোহণ করেন জাফর।
প্রসঙ্গত, ২০২০ সালে বাংলাদেশ থেকে সর্বশেষ আকোংকাগুয়া অভিযান হয়। সে বছর পর্বতারোহী মজিবুর রহমান আকোংকাগুয়ার পর্বতের ক্যাম্প ২ পর্যন্ত আরোহণ করেন। এর আগে ২০২০ সালের ২৭ জানুয়ারি আমেরিকা প্রবাসী বাংলাদেশি হিসেবে আকোংকাগুয়া শিখর স্পর্শ করেন কাজী শাহরিয়ার রহমান। ২০১৩ সালে আকোংকাগুয়া শিখরে প্রথম বাংলাদেশের পতাকা ওড়ান ওয়াসফিয়া নাজরিন।