জাহাঙ্গীর আলম জাহান
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১২:৪১ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫ ১৩:০৬ পিএম
শিশুদের মন আছে
মমতার ক্ষণ আছে
আছে তার মানবিক চাহিদাও কত
শিশুদের হতে দাও ঠিক তার মতো।
বিকাশের পথ তার
আরও নিরাপত্তার প্রয়োজন আছে
পুষ্পের হাসি পাবে শিশুদের কাছে।
আগামীর শুভতায়
জীবনের ধ্রুবতায় খুলে দাও পথ
তবে হবে শিশুদের আরও হিম্মত।
শিশুদের বিকাশের
চপলতা নিকাশের বাধা হোক দূর
শিশুমন আজীবন রেখো ভরপুর।
আজকের শিশুরাই আগামীর ভিত
এসো গাই শিশুদের শুভ সংগীত।
আলোর ঘোড়া
মাসুম আওয়াল
সূর্য ফোটে গোলাপ হয়ে পুব আকাশের কোলে,
শিশিরমাখা ফুলগুলো সব ঘোমটা খুলে দোলে।
হাঁটতে হাঁটতে যাই হারিয়ে ঘোর কুয়াশাপুরে,
পাখি ডাকে অনেক পাখি হরেক রকম সুরে।
নরম রোদের সাথে জমে ঘাসপাতাদের খেলা,
শর্ষে ফুলের সমারোহে প্রজাপতির মেলা।
মাঠ ভরেছে কৃষক ভাইয়ের স্বপ্ন ভালোবাসায়,
ওই দেখা যায় শাপলাপুকুর কে যেন নাও ভাসায়!
পাখির কিচিরমিচির শুনে ঘুমকে দিয়ে ছুটি,
গোলাপরাঙা সকালবেলা ঘুম থেকে রোজ উঠি।
বাঁশবাগানের পেছন থেকে সূর্যটা দেয় উঁকি,
নতুন দিনের নতুন আবির মাখবে খোকাখুকি।
যে ঘুমিয়ে পার করে দিন সে তো কপাল পোড়া,
ঘুম তাড়িয়ে জাগলে তবে ছুটবে আলোর ঘোড়া।