মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১৩:১৪ পিএম
কবি কাজী নজরুল ইসলাম
কবি কাজী নজরুল ইসলাম আড্ডায় আকস্মিক কিছু শব্দ প্রয়োগ করতেন। যে শব্দগুলো প্রথম শোনায় অদ্ভুত লাগত। তবে এর ভাবার্থ কবির তাৎক্ষণিক কথাতে পাওয়া যেত।
কবি একবার তার
বন্ধু মঈনুদ্দীনের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে তেমনই একটি শব্দ ব্যবহার করেন। কবি তার
বন্ধুর বাড়িতে সেদিনই প্রথম গেছেন। হনহন করে বাড়ির ভেতরে ঢুকে কোথায় কী আছে ঘুরে
ঘুরে দেখতে লাগলেন। আর বন্ধুর কাছে জানতে চাইলেন এটা কী, ওটা কী? বন্ধু তার কথার
উত্তর দিলেন। শেষে পায়খানার কাছে গিয়ে কবি বললেন, ‘এটা কীরে?’
বন্ধু উত্তর দিলেন,
ওটা হলো পায়খানা।
কবি বলে উঠলেন,
‘ধুর শয়তান! পায়খানা কীরে? বল ‘যায়খানা’। শুনে বন্ধু অবাক তাকিয়ে রইলেন। পরে কবি
হাসতে হাসতে বললেন, ‘খানা তো ওখান দিয়েই যায় রে!’
সূত্র : বিশ্ববরেণ্যদের
রম্য উপাখ্যান : আতাউর রহমান