সলিউশন হান্ট ২.০
তানিউল করিম জীম
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ১০:৫৪ এএম
সলিউশন হান্ট প্রতিযোগিতায় বিজয়ী তিনটি দল
তরুণদের উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে সামাজিক সমস্যার সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ময়মনসিংহ জেলা আয়োজন করে সলিউশন হান্ট ২.০। ১৯ ও ২০ ডিসেম্বর দুই দিনব্যাপী এ ইভেন্ট ময়মনসিংহের শাপলা রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ইভেন্টের প্রথম দিন (১৯ ডিসেম্বর) শাপলা রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে আটটি ফাইনালিস্ট টিমকে স্বাগত জানানো হয়। দিনের শুরুতে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. সোনিয়া সেহেলি তরুণদের উদ্যোক্তা হয়ে সমাজে ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহুরুল হক, সিটি অ্যাডভান্স ল্যাব ময়মনসিংহের সিইও এমএ ওয়ারেস বাবু, ধূমকেতুএক্স-এর প্রতিষ্ঠাতা নাহিয়ান আল রহমান ওলি প্রমুখ।
সারা দিন প্রতিযোগীদের জন্য বিভিন্ন ক্যারিয়ার ডেভেলপমেন্ট, স্কিল শেয়ারিং এবং মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস সেশনের আয়োজন করা হয়। ভিবিডি ময়মনসিংহ বিভাগের প্রেসিডেন্ট নুর আলম নাহিদ মানসিক সুস্থতার গুরুত্ব নিয়ে দিকনির্দেশনা দেন। একঘেয়েমি দূর করতে এবং প্রতিযোগীদের আনন্দ দিতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি সংক্ষিপ্ত ভ্রমণ।
সন্ধ্যায় অ্যালামনাই নাইটে ভিবিডি ময়মনসিংহের সাবেক প্রেসিডেন্ট মেজর শাফায়াত চৌধুরী অংশগ্রহণকারীদের সঙ্গে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং বিজনেস মডেল ডিজাইনের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন। ডেক্কো-ইশো ভেঞ্চারের তারিফ মোহাম্মদ খান এবং গাঙচিল.কম-এর মো. শফিকুল আলম সাইফ প্রতিযোগীদের বিজনেস আইডিয়া নিয়ে দিকনির্দেশনা দেন।
দ্বিতীয় দিন (২০ ডিসেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে প্রতিযোগীদের আইডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে দিনটি শুরু হয়। বিচারকমণ্ডলী প্রতিযোগীদের আইডিয়া বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ মতামত দেন। অনলাইনে যুক্ত হন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকশান্দ ধ্রুব, যিনি প্রতিযোগীদের উদ্ভাবনী শক্তিকে সাধুবাদ জানান।
দুপুরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ন্যাশনাল স্টার্টআপ মেন্টর তারিফ মোহাম্মদ খান, ভিবিডি খুলনা বিভাগের সভাপতি মো. সানজিদ আহমেদ সজীব এবং অন্য নেতৃবৃন্দ।
বিজয়ী তিনটি দল হলো ফুড সেফটি স্কোয়াড (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), গার্লস টক (নেত্রকোণা), টিম ত্রয়ী (বরিশাল)। তাদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, মেডেল এবং প্রতীকী চেক। দুই দিনব্যাপী এ কর্মব্যস্ত এবং সৃজনশীল কর্মশালা শেষ হয় একটি আনন্দময় ফটোসেশনের মাধ্যমে।
সলিউশন হান্ট ২.০ ছিল তরুণদের উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং সামাজিক সমস্যা সমাধানে অংশগ্রহণের এক অনন্য উদাহরণ। ভিবিডি ময়মনসিংহ জেলার সভাপতি তানভীর আহমেদ তার বক্তব্যে বলেন, তরুণদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন একটি মাইলফলক হয়ে থাকবে। সলিউশন হান্ট ২.০ প্রমাণ করেছে, তরুণরা সঠিক দিকনির্দেশনা পেলে দেশ গঠনে অসাধারণ অবদান রাখতে সক্ষম।