মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ১২:১৯ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫ ১২:৩২ পিএম
মজাগুরু শিবরাম চক্রবর্তী
মজাগুরু শিবরাম চক্রবর্তী। তিনি যেন লেখায় রস ঢেলে দিয়ে সাহিত্যকে করে তুলেছিলেন মিষ্টান্ন। কিন্তু এই লেখকের ব্যক্তিজীবন ছিল বড্ড সাদামাটা। জাঁকজমকহীন জীবনযাপনে তিনি কাটিয়ে দিয়েছিলেন সারাটা জীবন। অন্যদের নতুন বছর বরণ এবং প্রত্যাশা দেখে তিনি একবার পত্রিকায় লিখলেন, ‘বহুবছরের কঠিন পরিশ্রমের পর আমি এ সিদ্ধান্তে পৌঁছেছি যে, ‘নতুন-বছর’ ‘নতুন-বছর’ বলে খুব হইচই করার কিস্যু নেই। যখনই কোনো নতুন বছর এসেছে, এক বছরের বেশি টেকেনি....!!’
সূত্র : শিবরাম চক্রবর্তী রঙ্গ