× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিরে দেখা ২০২৪

সৌন্দর্যের নতুন অধ্যায়

সুবর্ণা মেহ্‌জাবীন

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ ১৬:০৮ পিএম

মডেল: তুসি; মেকআপ: রাজিয়া’স মেকওভার; ছবি : ফারহান ফয়সাল

মডেল: তুসি; মেকআপ: রাজিয়া’স মেকওভার; ছবি : ফারহান ফয়সাল

২০২৪ সালে বাংলাদেশের সৌন্দর্যচর্চার জগতে নতুনত্বের এক উজ্জ্বল প্রকাশ দেখা গেছে। মেকআপ থেকে স্কিন কেয়ার পর্যন্ত প্রতিটি দিকেই আধুনিক পরিবর্তন ও উন্নতির ছাপ ছিল স্পষ্ট। নরমাল মেকআপ এবং পার্টি মেকআপÑ এই দুটি ক্ষেত্রে সৃজনশীলতা ও বৈচিত্র্যের মিশ্রণ দেখা গেছে।

এ বছর সূক্ষ্ম ও স্বাভাবিক সৌন্দর্যকে তুলে ধরার দিকে গুরুত্ব বাড়ায় মেকআপে ছিল একধরনের মসৃণ ও প্রাকৃতিক ফিনিশের প্রাধান্য। অন্যদিকে, পার্টি মেকআপে যুক্ত হয়েছে উজ্জ্বল রঙ এবং দৃষ্টিনন্দন নকশার সৃজনশীলতা। স্কিন কেয়ার খাতে মানুষের সচেতনতা নতুন মাত্রায় উন্নীত হয়েছে। স্বাস্থ্যকর এবং টেকসই পণ্যের প্রতি আগ্রহ বেড়েছে। প্রাকৃতিক উপাদান, অর্গানিক প্রসাধনী এবং ব্যক্তিগত স্কিন কেয়ারের গুরুত্ব বাড়ায় এই খাত আরও সমৃদ্ধ হয়েছে। আন্তর্জাতিক ট্রেন্ড ও প্রভাবও বাংলাদেশের সৌন্দর্যচর্চায় নতুন মাত্রা যোগ করেছে। আধুনিক প্রযুক্তির সংযোজন, গ্লোবাল বিউটি ব্র্যান্ডের উপস্থিতি এবং ডিজিটাল মিডিয়ার ভূমিকা এই খাতকে আরও উদ্ভাবনী করে তুলেছে। ২০২৪ সাল সৌন্দর্যচর্চার জগতে শুধু নতুনত্বই নয়, বরং সচেতনতা এবং প্রাকৃতিকতার এক অসাধারণ সমন্বয় তৈরি করেছে। এই ধারা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা করা যায়।


নরমাল মেকআপের ধারা

এ বছর নরমাল মেকআপে সৌন্দর্য এবং স্বাচ্ছন্দ্যের সমন্বয় ঘটানো হয়েছে। ‘নো-মেকআপ’ লুক ছিল বিশেষ জনপ্রিয়, যেখানে ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল দেখানোর জন্য হালকা ফাউন্ডেশন, মিনিমাল ব্লাশ এবং ন্যুড টোনের লিপস্টিক ব্যবহার করা হয়েছে। এই লুকে আই ব্রাউসগুলো হালকা করে আঁকা এবং চোখে সামান্য মাশকারা দিয়ে একটি সতেজ এবং প্রাণবন্ত ভাব এনে দেওয়া হয়েছে। বিশেষত, কর্মজীবী নারীদের মধ্যে এই ধরনের মেকআপ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। জেন-জিরাও প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরার জন্য এই ট্রেন্ড গ্রহণ করেছে।

এ ছাড়া, সিসি ক্রিম এবং টিন্টেড ময়েশ্চারাইজারের ব্যবহারও বেড়েছে। দিনের বেলা সামান্য পাউডার এবং লিপ বামের মাধ্যমে সহজ অথচ পরিচ্ছন্ন লুক তৈরি করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তা ছাড়া, লিকুইড ব্লাশ এবং ক্রিম বেসড প্রোডাক্টের ব্যবহারও বাড়ছে, যা ত্বককে আরও প্রাকৃতিক দেখায়।


পার্টি মেকআপের নতুনত্ব

পার্টি মেকআপে এ বছর ঝলমলে এবং সাহসী লুকের প্রাধান্য ছিল। গ্লিটার আইশ্যাডো, মেটালিক আইলাইনার এবং ডার্ক লিপস্টিক ছিল পার্টি লুকের মূল উপকরণ। বিশেষত, রাতে আয়োজিত অনুষ্ঠানের জন্য হাইলাইটার ব্যবহার করে ত্বকের গ্লো বাড়ানোর প্রবণতা লক্ষ করা গেছে।

চোখের মেকআপে নতুনত্ব এনেছে ‘স্মোকি আই’ ট্রেন্ড। বিভিন্ন রঙের মিশ্রণে তৈরি স্মোকি আই লুক এবং গ্রাফিক আইলাইনারের ব্যবহার এ বছর পার্টি মেকআপে আধিপত্য বিস্তার করেছে। লাল, বেরি এবং প্লাম টোনের লিপস্টিক এবং ম্যাচিং আইশ্যাডো পার্টি মেকআপে আভিজাত্য যোগ করেছে।

এ ছাড়া, ‘গ্লাস স্কিন’ ফিনিশ পার্টি মেকআপে আধিপত্য বিস্তার করেছে, যেখানে ত্বককে স্বাভাবিক গ্লো দিয়ে তুলে ধরা হয়। হাইলাইটারের সঙ্গে শিমারি ব্রোঞ্জার এবং গোল্ডেন শেডের আইশ্যাডো এ লুকে বাড়তি মাত্রা যোগ করেছে।

নতুনত্ব হিসেবে, ২০২৪ সালে ‘জেমস্টোন আই মেকআপ’ এবং ‘ডুয়োক্রোম শেড’ জনপ্রিয় হয়েছে। এর পাশাপাশি পার্টি মেকআপে পিংক এবং পার্পল টোনের ব্লাশের ব্যবহার ট্রেন্ডি হয়ে উঠেছে।


স্কিন কেয়ারে সচেতনতা বৃদ্ধি

২০২৪ সালে স্কিন কেয়ার নিয়ে মানুষের সচেতনতা আরও বেড়েছে। স্বাস্থ্যকর ত্বক বজায় রাখার জন্য প্রাকৃতিক উপাদান-ভিত্তিক পণ্য ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। গ্রিন টি, অ্যালোভেরা, ভিটামিন ‘সি’ এবং হায়ালুরনিক অ্যাসিড সমৃদ্ধ পণ্যগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। স্কিন কেয়ারে নিয়মিত রুটিন অনুসরণ করার প্রবণতাও বাড়ছে। ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং-এর পাশাপাশি সানস্ক্রিন ব্যবহারের প্রতি মানুষের মনোযোগ বেড়েছে। বিশেষ করে, তরুণদের মধ্যে স্কিন কেয়ার রুটিন নিয়ে সচেতনতা উল্লেখযোগ্য।

মাস্ক এবং সেরামের ব্যবহারও বৃদ্ধি পেয়েছে। হাইড্রেটিং শিট মাস্ক এবং অ্যান্টি-এজিং সেরাম ২০২৪ সালে স্কিন কেয়ার প্রোডাক্টের তালিকায় শীর্ষে ছিল। এক্সফোলিয়েশন এবং ডিপ ক্লিনজিংয়ের প্রতি গুরুত্ব দিয়ে সেলুন এবং স্পা-তে বিভিন্ন ফেসিয়াল ট্রিটমেন্টের চাহিদাও বেড়েছে।

নতুন প্রবণতা হিসেবে ‘স্কিন সাইক্লিং’ ধারণাটি বেশ জনপ্রিয় হয়েছে, যেখানে সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে ভিন্ন ভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা হয়। এর পাশাপাশি, মাইক্রোডার্মাব্রেশন এবং কোলাজেন বুস্টিং ট্রিটমেন্টের চাহিদাও বেড়েছে।

 

রূপ বিশেষজ্ঞদের ভূমিকা

রূপ বিশেষজ্ঞরা ২০২৪ সালে সৌন্দর্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা ত্বকের ধরন অনুযায়ী পণ্য ব্যবহারের পরামর্শ দিয়ে মানুষকে সঠিক পণ্য বেছে নিতে সাহায্য করেছেন। বিভিন্ন বিউটি সেলুন এবং স্পা প্রতিষ্ঠানেও রূপ বিশেষজ্ঞদের উপস্থিতি বেড়েছে। বিশেষত, বিয়ে এবং বড় অনুষ্ঠান উপলক্ষে মেকআপ আর্টিস্ট এবং স্কিন কেয়ার স্পেশালিস্টদের চাহিদা বেড়েছে। অনলাইন মাধ্যমে রূপচর্চা নিয়ে লাইভ সেশন এবং ব্লগিং-এর মাধ্যমে তারা এই খাতকে আরও সমৃদ্ধ করেছেন।

 

আন্তর্জাতিক প্রভাব

বাংলাদেশি বিউটি ট্রেন্ড আন্তর্জাতিক ফ্যাশন এবং সৌন্দর্যচর্চার ট্রেন্ড দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার ‘গ্লাস স্কিন’ ধারণা বাংলাদেশের স্কিন কেয়ার রুটিনে নতুন মাত্রা যোগ করেছে।

এ ছাড়া, পশ্চিমা মেকআপ ট্রেন্ড যেমন কাট ক্রিজ আইশ্যাডো, ম্যাট ফিনিশ ফাউন্ডেশন এবং বোল্ড লিপস তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় হয়েছে। ইউটিউব এবং ইনস্টাগ্রামের বিউটি ইনফ্লুয়েন্সাররা আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ড বাংলাদেশের সৌন্দর্যচর্চায় ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছেন। তাদের মেকআপ টিউটরিয়াল এবং লাইভ সেশনগুলো মেকআপের নতুন ট্রেন্ড সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করেছে। ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকের মাধ্যমে তারা নিত্যনতুন মেকআপ স্টাইল ও স্কিন কেয়ার রুটিন শেয়ার করেছেন, যা তরুণদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হয়েছে। তাদের ভিডিওগুলোর মাধ্যমে আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ড বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়েছে।

নতুন প্রভাব হিসেবে, জাপানি ‘জে-বিউটি’ এবং স্ক্যান্ডিনেভিয়ান ‘স্কিনিমালিজম’ ধারণা বাংলাদেশের স্কিন কেয়ার পণ্য ব্যবহারে প্রভাব ফেলেছে। পাশাপাশি, মেটা-মেকআপ এবং এআই-ভিত্তিক স্কিন অ্যানালাইসিস টুল ব্যবহারের প্রভাবও লক্ষ করা গেছে।

২০২৪ সালে বাংলাদেশে সৌন্দর্যচর্চার খাতে মানুষের চাহিদা এবং প্রবণতায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। মেকআপ এবং স্কিন কেয়ারের ক্ষেত্রে নতুন ট্রেন্ড এবং প্রযুক্তির সমন্বয় এই খাতকে আরও এগিয়ে নিয়েছে। আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ড এবং দেশীয় রূপ বিশেষজ্ঞদের পরামর্শ সৌন্দর্যচর্চার জগতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে।

রাজিয়া পারভীন

ওনার, রাজিয়াস মেকওভার

এ বছর মেকআপের জগতে একদম মিনিমাল ধারণা ছিল সবচেয়ে বেশি জনপ্রিয়। নরমাল লুক হোক বা জমকালো পার্টি, সবাই প্রাকৃতিক ও নো-মেকআপ লুকই বেছে নিয়েছেন। এর সঙ্গে চোখে রঙিন কাজলের ব্যবহার এনে দিয়েছে নতুন মাত্রা। পার্টি মেকআপেও ন্যুড টোনের আই মেকআপ এবং লিপস্টিক ছিল সবার পছন্দের শীর্ষে। এমনকি বিয়ের কনেরা, যারা আগে লাউড এবং গ্ল্যামারাস লুক পছন্দ করতেন, তারাও এখন ন্যুড এবং ডিউয়ি মেকআপে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এ পরিবর্তনের মূল কারণ স্কিনকেয়ার নিয়ে মানুষের ক্রমবর্ধমান সচেতনতা। এখন সবাই বুঝতে পারছেন, সুস্থ ও প্রাণবন্ত ত্বকই সুন্দর মেকআপের ভিত্তি। তাই ত্বকের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিচ্ছেন অনেক বেশি। ত্বক এবং চুলের যত্নে নতুন নতুন প্রযুক্তির ব্যবহারও বেড়ে গেছে। বিভিন্ন অ্যাডভান্স স্কিন ট্রিটমেন্ট, যেমন হাইড্রা ফেসিয়াল, বিবি গ্লো স্কিন ট্রিটমেন্ট এবং কোরিয়ান গ্লাস স্কিন পদ্ধতি বেশ জনপ্রিয়। এ ছাড়া চুলের জন্য ব্রাজিলিয়ান বোটক্স, ন্যানো ট্রিটমেন্ট এবং ওমেগা ট্রিটমেন্ট এখন অনেকেই নিয়মিত করছেন। এখনকার ট্রেন্ড দেখাচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য ও স্বাস্থ্যবতী ত্বকই সবচেয়ে আকর্ষণীয়। সামনের বছরেও এ ন্যাচারাল লুক এবং অ্যাডভান্স স্কিনকেয়ার প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে বলে আশা করা যায়।

ফারহানা রুমি

সিইও, জারা’স বিউটি লাউঞ্জ অ্যান্ড ফিটনেস

জেন-জি এবং জেন-আলফা প্রজন্ম ২০২৪ সালে স্কিনকেয়ার শিল্পে এক নতুন ধারা সৃষ্টি করেছে। তাদের স্টাইল আর চাহিদা নিয়ে এসেছে চুলের ক্রেজি মাল্টি-কালার ও পিকাবু স্টাইলের মতো ট্রেন্ড। মেকওভারে এখন জনপ্রিয় জ্যামিতিক ডিজাইনে রঙিন আই মেকআপ, যা পার্টি লুকের জন্য একদম পারফেক্ট। কাট ক্রিজ আই মেকআপের সঙ্গে পিগমেন্টেড শিমারি টাচ এবং নো-মেকআপ লুকÑ এগুলোই ছিল পার্টি মেকআপের ট্রেন্ড। এর পাশাপাশি রঙিন আইলাইনারযুক্ত মেকআপ আর প্রাকৃতিক ত্বকের মতো নো-মেকআপ লুক বছরের চাহিদার শীর্ষে ছিল। কোরিয়ান গ্লাস স্কিন পাওয়ার আকাঙ্ক্ষাও ছিল বিশেষভাবে লক্ষণীয়। ফলে বায়ো হাইড্রা এবং হাইড্রা ফেসিয়াল ট্রিটমেন্টগুলো জনপ্রিয়তা পেয়েছে। পার্মান্যান্ট মেকআপে বিবি গ্লো স্কিন ট্রিটমেন্ট, নেইল এক্সটেনশন, ভ্রু ট্যাটু (পশ্চিমা ধাঁচে) এবং লিপ ফিলারও বেশ ট্রেন্ডি ছিল। চুলের ক্ষেত্রে, ব্রাজিলিয়ান হেয়ার বোটক্স এবং পার্মান্যান্ট বন্ড বেশ জনপ্রিয় হয়েছে। নিয়মিত চুলের যত্নে ওমেগা ও ন্যানো হেয়ার ট্রিটমেন্টও জায়গা করে নিয়েছে ফ্যাশনপ্রেমীদের পছন্দের তালিকায়। এ পরিবর্তনগুলো শুধু স্কিনকেয়ারেই নয়, পুরো সৌন্দর্যশিল্পেই নতুন মাত্রা যোগ করেছে।


শোভন সাহা

ওনার, শোভন মেকওভার

এ বছর ন্যুড মেকআপ ছিল অন্যতম ট্রেন্ড। আগে যারা একটু পুরোনো ধাঁচের চিন্তাভাবনায় ছিলেন, তারা বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে লাউড মেকআপই পছন্দ করতেন। তবে এবার তারা সেই ধারণা থেকে সরে এসে ন্যুড মেকআপ বেছে নিয়েছেন। চুলের সাজেও এসেছে সিম্পল স্টাইলের জনপ্রিয়তা। খোঁপা, স্ট্রেট হেয়ার বা হালকা কার্ল এখন সবার পছন্দের তালিকায়। স্কিন কেয়ারের ক্ষেত্রে মানুষ এখন আধুনিক প্রযুক্তির দিকে বেশি ঝুঁকছে। অনেকে বাড়িতেই ব্যবহার করার জন্য অনলাইনে এসব টেকনোলজি কিনছেন। এ প্রবণতা সামনের বছর আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সহজ এবং আধুনিক এ পরিবর্তনগুলো সৌন্দর্য জগতে নতুন মানদণ্ড স্থাপন করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা