গল্প নয় সত্যি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ ১১:৪৯ এএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪ ১১:৫৫ এএম
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
এক সাহিত্যসভায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেখা। বঙ্কিমের পরনে শৌখিন পোশাক। কিন্তু বিদ্যাসাগরের গায়ে চিরপরিচিত খদ্দরের চাদর এবং পায়ে এক জোড়া শুঁড় তোলা চটি। পায়ের দিকে চোখ যেতেই বঙ্কিমচন্দ্র বললেন, ‘পণ্ডিতমশাই, আপনার চটির শুঁড় তো দেখছি ক্রমেই উপরে উঠছে। দেখবেন, শেষে মাথায় গিয়ে না ঠেকে।’ বিদ্যাসাগরও দমবার পাত্র নন। তিনি হাসতে হাসতে বঙ্কিমকে বললেন, ‘কী আর করা যায় বলো! চট্টরা যতই পুরানো হয় ততই দেখি বঙ্কিম হয়ে ওঠে!’
সূত্র : বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা