অথৈই দাস সৃজা
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৮ পিএম
অলংকরণ : জয়ন্ত সরকার
মিতুল ঢাকা থাকে। বার্ষিক পরীক্ষা শেষে প্রতি বছরের মতো এবারও সে বাবা-মায়ের সঙ্গে মামাবাড়ি বেড়াতে গেছে। গ্রামে এখন খুব শীত। তারা বেড়াতে এসেছে তাই তার মামি এ শীতের রাতে অনেক মজার মজার পিঠা বানিয়েছে। মিতুল পিঠা খুব ভালোবাসে তাই সে বলল গ্রামের শীতের দিন খুব ভালো। এসব পিঠা শহরে পাওয়া যায় না। মামিকে ডেকে বলল, মামি, কাল সকালে আমি খেজুরের রস খাব আর আজ রাতে ভাত খাব না শুধু পিঠা খাব। মামি বললেন, ঠিক আছে খাও। বলার সঙ্গে সঙ্গে মিতুল লেপের নিচ থেকে দৌড়ে এসে পিঠা খেতে শুরু করল। পিঠা খাওয়ার সময় সে শীতে কাঁপছিল। অমনি মামি শীতের পোশাক এনে বলল, মিতুল, তাড়াতাড়ি শীতের পোশাক পরে নাও। শীতের দিন যেমনই ভালো তেমনই খারাপ তাই শীতের দিন শীতের পোশাক পরে সাবধানে থাকতে হয়।
পঞ্চম শ্রেণি, সিয়াম আইডিয়াল স্কুল হাজারীবাগ, ঢাকা