মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪ ১১:৪৮ এএম
সৈয়দ মুজতবা আলী
কলকাতা থেকে সৈয়দ মুজতবা আলীর ঘনিষ্ঠ এক বন্ধু সপরিবার ঢাকায় এসেছেন। মুজতবা আলী তার সেই বন্ধুর পরিবারকে ধানমন্ডির বাড়িতে নৈশভোজের নিমন্ত্রণ করলেন। দাওয়াতের দিন খাওয়াদাওয়া শেষ হতে অনেক রাত হয়ে গেল। ফেরার সময় মুজতবা আলী অতিথিদের এগিয়ে দিতে বের হলেন। অতিথিরা তাকে বারবার বললেন, আর আসার দরকার নেই। আমরা যেতে পারব। তাদের কথা তিনি আমলে না নিয়ে আরও কিছুটা পথ গেলেন। তারপর বাড়ি ফেরার সময় সৈয়দ মুজতবা আলী বললেন, ‘আমি আমার বন্ধুদের ঠিক সেই পর্যন্ত এগিয়ে দিয়ে যাই যেখান থেকে তাদের ফিরে আসার আর সম্ভাবনা থাকে না।
সূত্র : মুজতবা রঙ্গ