× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষা ও সেবার দুই সংগঠন

হিরু আলম, পেকুয়া (কক্সবাজার)

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ১৭:৫২ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ১৮:০০ পিএম

বৃক্ষরোপণ অভিযানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি

বৃক্ষরোপণ অভিযানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের প্রান্তিক গ্রাম হাসানপুর। ওই গ্রামের কৃষক আবুল কালাম মজুমদার। আকস্মিক বন্যায় তার ঘরবাড়ি ভেঙে যায়। ভাঙা ঘরে পরিবারের ছয় সদস্য নিয়ে কোনোমতে বসবাস করছিলেন। এ পরিবারটি অনেক কষ্টে দিন পার করছে জেনে কক্সবাজারের পেকুয়া উপজেলার ‘সামাজিক বিপ্লব’ এবং ‘রাজাখালী উন্মুক্ত পাঠাগার’ নামে দুটি সামাজিক সংগঠন এগিয়ে আসে।

কালামের ঘর মেরামতের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করে দেয় তারা। এ পরিবারের মতো আরও ৫৮ পরিবারের পাশে দাঁড়ায় অর্থ দিয়ে। পেকুয়ার এ দুটি সংগঠন এলাকায় বেশ পরিচিতি লাভ করেছে অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে। ২০১৯ সালে দেশের উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দূষণমুক্ত বসবাসযোগ্য একটি সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় সামাজিক বিপ্লব। অন্যদিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের আমিলাপাড়ার কৃষ্ণচূড়া মোড়ে রাজাখালী উন্মুক্ত পাঠাগার। এ পাঠাগারটিতে বই পড়ার পাশাপাশি বানানো হয় সদস্য। সেই সদস্যরা হয়ে যান স্বেচ্ছাসেবী। এ পাঠকরাই দাঁড়ান অসহায়দের পাশে।

এ দুটি সংগঠনকে আর্থিকভাবে সহযোগিতা করে সব স্তরের পেশাজীবী, শুভাকাঙ্ক্ষী এবং উপদেষ্টা পরিষদ, কার্যকরী পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যরা। ফেনীর বন্যার সময় কয়েক ধাপে খাদ্যসামগ্রী নিয়ে হাত বাড়িয়ে দেন এ দুটি সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

এরপর বন্যা পুনর্বাসনের অংশ হিসেবে সোনাগাজীর আনন্দপুর গ্রামে ক্ষতিগ্রস্ত এবং দরিদ্র পরিবারকে সহায়তা দেওয়া হয়। পর্যায়ক্রমে তিন ধাপের এ কর্মসূচিতে দেওয়া হয় ৬ লাখ টাকা। সামাজিক বিপ্লবের বন্যার এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে রাজাখালী উন্মুক্ত পাঠাগার। এ সংগঠন যুব উন্নয়ন অধিদপ্তর এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্রের তালিকাভুক্ত।

সামাজিক বিপ্লব সংগঠনটি উপকূলীয় অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ, পরিবেশের ভারসাম্য রক্ষাসহ সুস্থ সংস্কৃতির বিকাশ ও প্রাকৃতিক দুর্যোগে জরুরি সেবায় মানবিক ও সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এ সংগঠন ৪০টি ঘরহারা পরিবারকে স্বাবলম্বী করতে ১২০টি ভেড়া বিতরণ, ৭৩ পরিবারে বসতবাড়ির আঙিনায় পারিবারিক ফলদ বাগান স্থাপন, ১৪ লবণ চাষি পরিবারের মধ্যে ১৪টি সেচ পাম্প বিতরণ এবং ১১ হাজার ফলদ-বনজ চারাগাছ রোপণ ও বিতরণ করেছে। এ ছাড়া পেকুয়ার বন্যা, বিভিন্ন উৎসবে এলাকার দুস্থ মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে।

রাজাখালী উন্মুক্ত পাঠাগারে বিভিন্ন লেখকের প্রায় ১ হাজার বই রয়েছে। পাঠাগার ও সামাজিক বিপ্লবের মাধ্যমে করোনাকালে ১ হাজার ১০০ জনকে বিনামূল্যে টিকার ব্যবস্থাসহ রেজিস্ট্রেশনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। ক্যারিয়ার অলিম্পিয়াড ও ক্যারিয়ার গাইডলাইন, কৃষি ও পরিবেশ, সাইবার সিকিউরিটি, নারীর নিরাপত্তাসহ বিভিন্ন কর্মসূচিতে ৩ হাজার ব্যক্তি ও শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান এবং কর্মশালায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হয়েছে। ২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা করেছে।

পাঠাগারের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘এ কাজে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা। ভবিষ্যতে মানবিক কাজ আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

সামাজিক বিপ্লব সংগঠনের সভাপতি অ্যাডভোকেট কামরুল কবির আজাদ বলেন, ‘ফেনীর বন্যার সময় আমরা অনন্য অভিজ্ঞতা অর্জন করেছি। তখন আমাদের স্বেচ্ছাসেবীদের যেমন পাশে পেয়েছি, নিজেরাও সাংগঠনিকভাবে ঝুঁকি নেওয়ার সক্ষমতা অর্জন করেছি।’

উপকূল অঞ্চলের এ দুটি সংগঠন নানা সময়ে নানান কার্যক্রম করে থাকে। এ সংগঠন থেকে উপকারভোগী রাজাখালী বামুলাপাড়া গ্রামের কোহিনুর আক্তার। তার স্বামী কামাল হোসেন সমুদ্রে মাছ ধরতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মারা যান। স্বামী হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন কোহিনুর।

তিনি বলেন, ‘আর হষ্টত দিনেত সামাজিক বিপ্লব ইবা আরে ৫ হাজার টিয়া দিয়ে। এ টিয়াএগুন আর বেশি উপহার গৈরগ্গে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা