নাসির আহমেদ
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১২:১০ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪ ১৩:১০ পিএম
অলংকরণ : জয়ন্ত সরকার
গোলাপ, বেলি, জুঁই-চামেলী কত্তো রকম ফুল
লিখতে গেলে এলোমেলো বানানও হয় ভুল।
লিখতে গেলে বিশটির নাম অর্ধেকই যাই ভুলে
এই আমাদের দেশটা ভরা হরেক ফুলে ফুলে।
শিউলি, বকুল, টগর, হেনা, শিমুল-পলাশ লাল
ফাগুন মাসে কৃষ্ণচূড়ার আগুন রঙের ডাল।
বর্ষাকালে কদম ফুলের গন্ধ ভাসে হাওয়ায়
রাতেরবেলা গন্ধে বিভোর বসে ঘরের দাওয়ায়।
জাতীয় ফুল শাপলা এবং মাধবী, রঙ্গন
গাঁদা, জবা, সূর্যমুখীর সাজানো অঙ্গন।
গন্ধরাজ আর শেফালী ফুল আকুলকরা ঘ্রাণ
সোনালু আর অশোক, জারুল গ্রামবাংলার প্রাণ।
আরো কত ফুল যে আছেÑ মল্লিকা-টিউলিপ
ম্যাগনোলিয়া, ক্রিসেনথিমাম ফুলবাগানের টিপ।
ঝুমকোলতা, কামিনী ফুল-বনে ডাকে পাখি
বিদেশি আর দেশি মিলে রইলো অনেক বাকি।
ঘাসফুল, কাশফুলের মতো আরো অনেক নাম
জানতে পাবে বড় হয়ে, এইখানে থামলাম।