সুমন মাহমুদ
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১২:০৫ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪ ১৩:১০ পিএম
চাঁদমামা আজ হারিয়ে গেছে
বুনোঘাসে নেচে নেচে
জোনাক জমায় আলোর মেলা
দুষ্টু খোকার বন্ধ খেলা
মায়ের কথা নেয় না কানে
মন বাঁধা তার ঝিঁঝির গানে
ঘরে মোটেও বসে না সে
অঙ্কগুলো কষে না সে
বিষ মনে হয় অঙ্ক খাতা
হাতছানি দেয় নিমের পাতা
নিমের ডালে শালিকছানা
শুনছে না তো মায়ের মানা
শালিকছানার মতো করে
মায়ের কাছে বায়না ধরে
খোকন দূরে হারিয়ে যেত
যদি চাঁদের আলো পেত
চাঁদমামাটা দুষ্টু ভারি
তার সাথে আজ খোকার আড়ি।