মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৮ পিএম
স্টিভ ওয়াহ
ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ চলছে। এ ম্যাচটি ছিল স্টিভ ওয়াহর জীবনের শেষ টেস্ট। অজিরা সেদিন পরাজয়ের দ্বারপ্রান্তে। স্টিভ ওয়াহ খুব দেখেশুনে খেলছেন। যাতে টেনে টুনে দিন শেষ করে ম্যাচটাকে ড্র করা যায়। উইকেটের পেছন থেকে পার্থিব প্যাটেল বলে উঠলেন, ‘শেষবারের মতো আউট হওয়ার আগে তোমার বিখ্যাত স্লগ সুইপ খেলে নাও।’ স্টিভ ওয়াহ জবাব দিলেন, ‘সম্মান দেখিয়ে কথা বলো। যখন আমি প্রথম টেস্ট খেলতে নেমেছিলাম, তুমি তখন ডায়াপার পরতে।’
সূত্র : টাইমসনোনিউজ ডটকম