মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ১২:১০ পিএম
জর্জ বার্নার্ড শ ও জি কে চেস্টারটন
জি কে চেস্টারটন এবং জর্জ বার্নার্ড শর মধ্যে প্রায়ই তর্ক বাধত। দুজনের তর্কবিতর্ক সবাই উপভোগ করতেন। তাদের বাগ্যুদ্ধ দেখার জন্য কাছের বন্ধুরা অধীর আগ্রহ নিয়ে থাকতেন। একবার চেস্টারটনের অর্থনীতিবিষয়ক একটি মতামত নিয়ে শ পত্রিকায় সমালোচনা লিখলেন। এরপর বন্ধুরা চেস্টারটনের উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলেন। কিন্তু তিনি চুপ থাকলেন। তার এমন নীরবতা দেখে রম্য লেখক হিলোয়ার বেলক রেগে গেলেন চেস্টারটনের ওপর। তখন চেস্টারটন বললেন, ‘দেখো, শর মতো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তির বিষয়ে কখনও কখনও নীরব থাকাই উপযুক্ত জবাব।’
সূত্র : চমকপ্রদ সত্য কাহিনী, কবীর চৌধুরী