ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
নাকিব নিজাম
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ১১:০৬ এএম
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ উদযাপন করা হয়
নানান আয়োজনে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ উদযাপন করা হয়েছে। ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগ এবং ইউনেস্কো ঢাকা অফিস যৌথভাবে এ সপ্তাহ উদ্যাপন করেছে। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল ক্যাম্পাসে এবং অনলাইন প্ল্যাটফর্মে মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি বৃদ্ধির জন্য সচেতনতা তৈরি, প্রচার, র্যালি, সেমিনার ইত্যাদি।
বিভিন্ন সেশনে ভাগ করা এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. খলিলুর রহমান, উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক, ইউনেস্কো কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. দিলারা বেগম এবং ইউনেস্কো ঢাকা অফিসের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন বিভাগের প্রধান নূরে জান্নাত প্রমা।
অতিথিরা তাদের বক্তৃতায় আমাদের চারপাশের ডিজিটাল স্পেসে ছড়িয়ে থাকা তথ্যসমুদ্র থেকে মিথ্যা তথ্য, ভুয়া তথ্য, অপতথ্য থেকে নিজের দরকারি সঠিক তথ্য খুঁজে পেতে মিডিয়া লিটারেসির ওপর জোর দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।