মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৫:৩৪ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১৬:০০ পিএম
জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে একবার বিসর্জন নাটকের মহড়া চলছিল। নাটকে রঘুপতি সেজেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর, আর জয়সিংহের ভূমিকায় স্বয়ং রবীন্দ্রনাথ। একটা দৃশ্য ছিল এমনÑ জয়সিংহের মৃতদেহের ওপর আছড়ে পড়ে শোকে কাতর রঘুপতি। এ দৃশ্যটির মহড়া চলছিল বারবার। দীনেন্দ্রনাথ বাবু ছিলেন কিছুটা মোটা। বারবার তার ভার বহন করা কবিগুরুর জন্য কঠিন হয়ে পড়ছিল। একবার দীনেন্দ্রনাথ একটু বেকায়দায় রবিঠাকুরের ওপর আছড়ে পড়লেন। রবীন্দ্রনাথ কঁকিয়ে উঠে বললেন, ‘ওহে দিনু, মনে করিস নে আমি সত্যি সত্যিই মারা গেছি!’
সূত্র : রবীন্দ্রনাথের হাস্যপরিহাস