রেহনুমা আফরীন মালিহা
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১২:১৬ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ১২:২৮ পিএম
আঁকা : ফাহিম চৌধুরী
গভীর বনে ছিল লাল টুকটুকে এক খরগোশ। খরগোশটা সারা দিন অনেক খুশি আর আনন্দে কাটাত। লাফাতে পছন্দ করত। কিন্তু শিয়াল দেখলে সে খুব ভয় পেত। খরগোশটা গাজর আর সবজি খেতে পছন্দ করত। একদিন সে একটা ঘর বানাল। মাটি, গাছের গুঁড়ি আর পাতা দিয়ে খেলনা বানাল। একদিন খরগোশটা একটি বই পেয়ে বাসায় নিয়ে এলো। কিন্তু খরগোশ তো মানুষের মতো কথা বলতে পারে না। তার মতো করে পড়ল। কয়েকটি ছোট ছোট সাদা খরগোশ লাল খরগোশের বাসায় এলো। লাল খরগোশটা সাদা খরগোশগুলোকে লেখাপড়া শেখাল। লাল খরগোশের বাসাটি একসময় খরগোশদের স্কুল হয়ে গেল। বনের সব খরগোশ সেই স্কুলে পড়তে আসত। লাল খরগোশটা হয়ে গেল সবার প্রিয় শিক্ষক। খরগোশ স্যারের কাছে তারা আরও মজার মজার পড়া শিখতে লাগল।
কেজি টু শ্রেণি, (ইংলিশ মিডিয়াম) হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা