নাকিব নিজাম
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ০৯:২৫ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪ ০৯:২৮ এএম
ছবি : সংগৃহীত
কম সময়ে আরামদায়ক ভ্রমণের জন্য অনেকেই আকাশপথ বেছে নেন। আজ আপনাকে জানাব কম খরচে এয়ার টিকিট সংগ্রহের কয়েকটি টিপসÑ
অগ্রিম টিকিট সংগ্রহ
ফ্লাইট ছাড়ার কমপক্ষে চার সপ্তাহ আগে এয়ার টিকিট সংগ্রহ করুন। যত আগে টিকিট সংগ্রহ করবেন তত কম দামে পাবেন।
প্রাইস অ্যালার্ট সেট
টিকিট বুকিংয়ের জন্য আজই তৈরি না থাকেন, তাহলে প্রাইস অ্যালার্ট সেট করে রাখতে পারেন। এর মধ্য দিয়ে অ্যালার্টটি আপনাকে টিকিট বুকিংয়ের সময় নোটিফিকেশন দেবে। গুগল ফ্লাইটের মাধ্যমে গ্রাফ ফরম্যাটে ফ্লাইট ট্রেন্ডগুলো দেখা যায়।
ডিসকাউন্ট দেখে বুকিং
বছরজুড়ে বিভিন্ন এয়ারলাইনসের নানা রকম ডিসকাউন্টের অফার থাকে। সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ডিসকাউন্ট কুপন দিয়ে কম খরচে এয়ার টিকিট সংগ্রহ করতে পারেন।
ক্রেডিট কার্ড ব্যবহার
এয়ার টিকিটের জন্য বিভিন্ন ক্রেডিট কার্ডের নিয়মিত অফার থাকে। এজন্য এসএমএস, ই-মেইল বা এয়ারলাইনসের ওয়েবসাইটে চোখ রাখুন।
কানেকটিং ফ্লাইট
হাতে সময় থাকলে ভেঙে ভেঙে ট্রাভেল অবলম্বন করতে পারেন। এক্ষেত্রে বিমানের টিকিটের দাম কম হয়। আপনি যদি পড়ুয়া হন তাহলে সেক্ষেত্রে বিমান সংস্থা টিকিট কাটার ক্ষেত্রে ছাড় দিতে পারে। তাই একটু ওয়েবসাইট ঘেঁটে আর সময়ের সঙ্গে টিকিট কাটলে আপনার হাজারখানেক টাকা বেঁচে যাবে। দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য তাড়াহুড়া না থাকলে কানেকটিং ফ্লাইট বুকিং করুন। এ সম্পর্কিত সার্চ ইঞ্জিনগুলোয় ফিল্টার করা যায়; যা আপনাকে স্বল্প ব্যয়ে ভ্রমণ করতে সাহায্য করবে। এর মাধ্যমে নগদ অর্থের সাশ্রয় হয়। কানেকটিং ফ্লাইটকে ‘ট্রানজিট ফ্লাইটও’ বলা হয়।
অফ পিক সিজন
কম বাজেটে ভ্রমণের জন্য অনেকেই অফ পিক সিজন বাছাই করেন। সময় ও স্থানভেদে একেক এলাকার পর্যটন মৌসুমে ভিন্নতা থাকে। যদি কম বাজেটে ভ্রমণ করতে চান, তাহলে সেসব স্থানে অফ পিক সিজন জেনে ভ্রমণ করতে পারেন।