× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেসিআই বাংলাদেশ ডিবেটিং দল বিশ্ব জয় করলো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৬:৩৫ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১৬:৪০ পিএম

জেসিআই বাংলাদেশ ডিবেটিং দল বিশ্ব জয় করলো

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ ডিবেটিং দল ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো জেসিআই ওয়ার্ল্ড ডিবেটিং চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করে। 

শুক্রবার (১ নভেম্বর) তাইওয়ানের তাওয়ুয়ানে অনুষ্ঠিত জেসিআই ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ বাংলাদেশ এই গৌরব অর্জন করে। এ বছর বাংলাদেশ দল এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধিত্ব করে, যেটি জুন ২০২৪-এ কম্বোডিয়ার সিয়েম রিপে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ডিবেট চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছিল। এটি বাংলাদেশের জন্য প্রথম এবং ২০১৮ সালের পর এশিয়া প্যাসিফিকের দ্বিতীয় বিজয়। জয়ী দলের সদস্যরা ছিলেন জেসিআই বাংলাদেশ ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সামিহা আখতার এবং জাফির শাফী চৌধুরী, পাশাপাশি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চেয়ারপার্সন মুনতাসির মামুন। 

সামিহা আখতার বলেন, ডিবেটিংয়ের জন্য ব্যাপক গবেষণা এবং যুক্তিগুলোকে যথাযথভাবে উপস্থাপনের দক্ষতা প্রয়োজন। আমাদের কঠোর অনুশীলনই এই জয়ের মূল ভিত্তি ছিল।" জাফির শাফী চৌধুরী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, "বাংলাদেশ এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য এই সম্মান নিয়ে আসতে পেরে আমরা গর্বিত। শতাধিক দেশের মধ্যে আমাদের পতাকা উড়াতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।" মুনতাসির মামুন যোগ করেন, "জেসিআই আমাকে আমার দক্ষতা শাণিত করার এবং নিজেকে বিকশিত করার সুযোগ দিয়েছে। এটি এই সংগঠনের পরিবর্তনশীল শক্তির একটি প্রমাণ।

জেসিআই ওয়ার্ল্ড কংগ্রেসে ১০০টি দেশের ৪,০০০ এরও বেশি তরুণ নেতা অংশগ্রহণ করেন, যেখানে দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্কিং এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য মঞ্চ তৈরি হয়। জেসিআই বাংলাদেশ ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে বলেন, "এটি জেসিআই বাংলাদেশের জন্য এক অনন্য মুহূর্ত। আমাদের দলের এই অসাধারণ পারফরম্যান্স আমাদের তরুণ নেতৃত্বের প্রতিভা এবং উৎসর্গের প্রতিফলন। এই বিজয় আমাদের ভবিষ্যতের প্রত্যেক চেষ্টায় অনুপ্রেরণা যোগাবে। সামিহা, জাফির এবং মুনতাসির আমাদের জাতির গৌরব বৃদ্ধি করেছে। তাদের এই অর্জন দলগত শক্তি ও উদ্দীপনার উদাহরণ। 

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) একটি বৈশ্বিক নেতৃত্ব উন্নয়ন সংস্থা যা ১৮-৪০ বছর বয়সী তরুণদের ইতিবাচক পরিবর্তন আনতে উৎসাহিত করে। ১২০টিরও বেশি দেশে বিস্তৃত এই সংগঠনটি নেতৃত্ব বিকাশ এবং সামাজিক প্রভাবের জন্য সুযোগ প্রদান করে। বাংলাদেশে জেসিআই ৫,০০০-এরও বেশি সদস্যের একটি সক্রিয় কমিউনিটি নিয়ে ব্যক্তিগত ও পেশাগত বৃদ্ধির জন্য কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা