× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িয়ে পাওয়া বকের ছানা

তাসকিন আহমেদ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১৩:১১ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ১৩:১২ পিএম

ছবিটি এঁকেছে সুওয়াইবা বিনতে মাহমুদ। সে ঢাকা আজিমপুর গভঃ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী

ছবিটি এঁকেছে সুওয়াইবা বিনতে মাহমুদ। সে ঢাকা আজিমপুর গভঃ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী

বর্ষাকাল। চারদিকে থইথই পানি। তপুর মন খারাপ। কেন যে ছোট চাচ্চু আসে না। চাচ্চু এলে নৌকা নিয়ে ঘুরতে যাবে। চাচ্চু ঢাকায় লেখাপড়া করে। পরদিন চাচ্চু এলো। বিকালবেলা ওরা নৌকা নিয়ে ঘুরতে বের হয়। কি সুন্দর পানি। মাঝেমধ্যে শাপলাফুল ফুটে আছে। হঠাৎ একটা বটগাছের সামনে এসে নৌকা আটকে গেল।

দেখো চাচ্চু ওটা কী?

কই, কী?

ওই যে সাদা সাদা।

তাইতো। এ তো বকের ছানা।

চাচ্চু আমি বকের ছানা নেব। বলে তপু কান্না শুরু করে।

চাচ্চু আর কী করবে বকের ছানা ধরে এনে দিল।

ছানাটি বুকে চেপে বাড়ি নিয়ে এলো।

ছানাটি দেখে তপুর মায়ের সে কি রাগ। বলেন, কেন এনেছিস? মরে যায় যদি।

মরবে না মা। আমি ওকে পুষব।

তপু মায়ের কাছে আবদার করে।

তপুর আবদার কখনও কেউ ফেলে না। তাই মা-ও ফেললেন না।

তপু বকের ছানাটিকে মাছ দেয়, ভাত দেয়, কলা দেয়, পানি দেয়। কিন্তু ছানাটি কিছুই খায় না। শুধু মুখ কালো করে ঠোঁট উঁচিয়ে বসে থাকে।

মাকে জিজ্ঞেস করে মা, বকের ছানার কী হলো? বাবাকে জিজ্ঞেস করে বকের ছানার কী হলো?

এমন মন খারাপ করে থাকে কেন?

মা কোনো উত্তর দেন না। বাবা-ও না।

তপু যায় ছোট চাচ্চুর কাছে। চাচ্চু বকের ছানা কেন মন খারাপ করে থাকে জানো কিছু?

চাচ্চু বলে জানি না তো। তবে জিজ্ঞেস করে দেখতে পারি। চলো ওর কাছে যাই।

চাচ্চু তপুর হাত ধরে নিয়ে যায় বকের ছানার কাছে।

ও বকের ছানা তোমার মন খারাপ কেন? খাও না, দাও না। ঘটনা কী?

বকের ছানা ঠোঁট বাঁকিয়ে এদিক তাকায়, ওদিক তাকায়।

চাচ্চু বলে, বুঝেছি।

কী বুঝেছো চাচ্চু?

বকের ছানার কথা।

কী বলছে ও?

ও বলছে ওর বাড়ির জন্য মন কেমন করছে।

চলো তপু নৌকা করে ওকে ওর বাড়ি ওই বটগাছের তলায় রেখে আসি।

ওদের কথা শুনে বকের ছানা ঠোঁট বাঁকায়। এবার তার মুখ হাসি হাসি।

দ্বিতীয় শ্রেণি, ৮৮ নম্বর মানিকগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা