মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ১৬:২৫ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ১৬:৩১ পিএম
বেঞ্জামিন ডিজরেইলি
প্রধানমন্ত্রী হিসেবে বেঞ্জামিন ডিজরেইলি রানী ভিক্টোরিয়ার যতটা প্রিয়পাত্র ছিলেন, গ্লাডস্টোন ততটা নন। অথচ দক্ষতার দিক থেকে প্রধানমন্ত্রী হিসেবে গ্লাডস্টোনই এগিয়ে ছিলেন। রানীর ঘনিষ্ঠতা অর্জন সম্পর্কে ডিজরেইলির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘রানীর সঙ্গে কথা বলার সময় আমি যে বিষয়গুলো মনে রাখি তা হলো, আমি কখনও অস্বীকার করি না। দ্বিমত প্রকাশ করি না। অনেক কিছু ভুলে যাই।’ ডিজরেইলি আরও বলেন, ‘গ্লাডস্টোন আর আমার মধ্যে মৌলিক যে পার্থক্য তা হলো, তিনি রানীকে মনে করেন পাবলিক ডিপার্টমেন্ট। কিন্তু আমি রানীর সঙ্গে কথা বলার সময় খেয়াল রাখি, তিনি একজন নারী।’
সূত্র : অ্যানেকডোট্যাগ ডটকম