মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৫:১৪ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১৬:০৮ পিএম
ডুক দ্য নিভেরনোয়া
ফরাসি লেখক ও কূটনীতিক ডুক দ্য নিভেরনোয়া (১৭১৬-১৭৯৮)। এই লেখকের স্ত্রী মারা যাওয়ার পর কঁতেস্ দ্য রশফর নামে এক বিধবার প্রতি অত্যধিক অনুরাগী হয়ে পড়েন। তার বাড়িতে ডুক প্রতিদিন যেতেন। এ নিয়ে বন্ধুমহলে খুব হাসাহাসি চলত। এক বন্ধু পরামর্শ দিলেন, ‘এর চেয়ে বরং তুমি ওকে বিয়ে করে ফেলো, তাহলে আর এতটুকু পথ হাঁটতে হবে না।’ জবাবে ডুক বললেন, ‘তারপর আমি সন্ধ্যাটা কোথায় গিয়ে কাটাব?’
সূত্র : অ্যানেকডোট্যাগ ডটকম