আলমগীর কবির
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১২:৫৪ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১৩:০৮ পিএম
অলংকরণ : জয়ন্ত সরকার
ভাইটি দোয়েল সুরের পাখি
বোনটি গোলাপ কুঁড়ি
বোনের প্রিয় কাচের চুড়ি
ভাইয়ের প্রিয় ঘুড়ি।
বোনটি ভোরের শিশিরকণা
ভাইটি রোদের হাসি
যেমন করে তারা হাসে
চাঁদের পাশাপাশি।
একটি দিনও না কাটে না
মায়ের আদর ছাড়া!
ভাই যদি হয় চাঁদ আকাশের
বোন ঝিলমিল তারা!