প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪ ১৪:০৯ পিএম
শিক্ষার্থীদের মধ্যে আনন্দময় শিক্ষা এবং মেধার বিকাশ ঘটিয়ে আলোকিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্প্রিং এডুকেশন অ্যাসোসিয়েশন আয়োজন করেছে দেশব্যাপী জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪। এই উদ্যোগের মাধ্যমে বিশেষত ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে শিক্ষার মান উন্নয়ন এবং গবেষণার প্রতি আগ্রহ তৈরি করার উদ্দেশ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।
শিক্ষার্থীদের মেধার মূল্যায়নের পাশাপাশি পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে সমান শিক্ষার সুযোগ প্রদানের লক্ষ্যে এই মেধাবৃত্তি পরীক্ষা বিশেষভাবে প্রণোদিত। প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রতিযোগিতার চেতনা তৈরি করতে এই জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার মাধ্যমে প্রতিটি জেলার সেরা মেধাবীদের তালিকা প্রস্তুত করা হবে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষার দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল, শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ তৈরি করা এবং শিক্ষার আনন্দকে উপভোগ্য করে তোলা।
মেধাবী শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ বৃদ্ধি, আনন্দময় শিক্ষা নিশ্চিত করা, এবং দেশের সেরা মেধাবীদের মূল্যায়নের মাধ্যমে তাদের ভবিষ্যৎ শিক্ষায় সঠিক দিকনির্দেশনা দেওয়া এই পরীক্ষার মূল লক্ষ্য। স্প্রিং এডুকেশন অ্যাসোসিয়েশন জানায়, মেধা কোনো বিশেষ শ্রেণির মধ্যে সীমাবদ্ধ নয়, তাই এই পরীক্ষার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরও সমান সুযোগ প্রদান করা হবে। ইতিমধ্যে গতবছর কুমিল্লা জেলায় বৃত্তি দিয়ে প্রথম হওয়া আলতাফ আলি বেবি কেয়ার একাডেমি সহ দেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধন করেছেন।
পরীক্ষার সময়সূচি: পরিক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর।
অংশগ্রহণের প্রক্রিয়া: শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য তাদের স্কুলের প্রধান শিক্ষক বা নির্ধারিত শিক্ষকের মাধ্যমে যোগাযোগ করতে হবে। যোগাযোগঃ মোবাইল-+৮৮০১৩৩০৯৩০২৭৫ ( WhatsApp )
ইমেইল[email protected]