জাহাঙ্গীর আলম জাহান
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ১২:০৬ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ১২:৩৯ পিএম
খোকা কিন্তু ছোট্টটি নেই
নার্সারিতে পড়ে
ছাত্র হওয়ার মর্যাদা সে
পাচ্ছে এখন ঘরে।
আম্মু তাকে আদর করে
আব্বুও দেয় চুম
পড়ার সময় পড়তে বসে
ঘুমের সময় ঘুম।
রঙিন বইয়ে মজার ছড়া
বর্ণমালাও শেখে
খাতার ওপর হিজিবিজি
কী যেন সে লেখে।
হয়নি শেখা অ আ ক খ
লিখতে তবু চায়
হাতের থেকে পেনসিলটা
পিছলে পড়ে যায়।
এটা আঁকে সেটা আঁকে
সবই হিজিবিজি
পড়া নিয়ে সন্ধ্যা-সকাল
সময় কাটে বিজি।
লেখার খাতায় আঁকিবুঁকি
যায় না কিছু বোঝা
খোকন বলে লেখাপড়া
নয় অতটা সোজা।
আম্মু তাকে ইশকুলে নেয়
আম্মু আনে ঘরে
খোকন কিন্তু ছোট্টটি নেই
ইশকুলে সে পড়ে।