জুলফিকার শাহাদাৎ
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ১২:০৪ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ১২:৩৮ পিএম
হাঁড়ি, পাতিল, থালা, বাটি কী নেই তার কাছে
ঘরের কোণে ফুটন্ত জল কলসি ভরা আছে
গ্যাসের চুলোয় কড়াই রেখে রাঁধছে আলু শাক
-আম্মু তুমি রান্না থামাও। আজকে না হয় থাক।
-না, না বাপী পুতুল আমার খিদের জ্বালায় কাঁদে
সকাল বেলা রুটি খেলো। দুপুর এখন ছাদে-
মুড়ি দিলাম খোলায় ভেজে, না খাবে না সে
গোমড়ামুখে শুয়ে আছে রাগ ভাঙাবে কে।
-এখন যে মা তোমার পেটেও খিদের আগুন কড়া
খেলছো শুধু, খাওনি কিছুই। এই দেখো হাত ভরাÑ
বাজার থেকে জুস এনেছি, এনেছি চকলেট
আর কোরো না লেট।
-বাঃ বাঃ বাপী দারুণ মজা, দারুণ মজা, তাই-
এত্ত কিছু আনলে তুমি খুশির সীমা নাই
একটু আমি গুছিয়ে নিই, ড্রয়িং রুমে যাব
আমি ও পুতুল দুজন মিলে মজার খাবার খাব।