সারমিন চৌধুরী
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ১২:০১ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ১২:৩৮ পিএম
সোনামণি সোনামণি
চাঁদের খনি তুই,
তুই হাসলে হাসে যেন
ফুলবাগানে জুঁই।
সোনামণি সোনামণি
মিঠে তোর বোল,
হাঁটি হাঁটি পা পা করে
এসে বসিস কোল।
সোনামণি সোনামণি
গাল দুটো তুলতুল,
বাবার পরী, মায়ের কাছে
তুই ছোট্ট পুতুল।