মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ১১:৪২ এএম
চার্লস ডিকেন্স
চার্লস ডিকেন্স যুক্তরাষ্ট্রের সেন্ট লুইয়ের এক হোটেলে ডিনার করছেন। এমন সময় দুই ওয়েটারের নিচু গলার কথোপকথন তার কানে এলো।
প্রথমজন : ওই লোকটা ডিনার করছে তাকে চিনিস?
দ্বিতীয়জন : না তো! কেন, কী হয়েছে?
প্রথমজন : খুব নামজাদা লোক। নাম চার্লস ডিকেন্স।
দ্বিতীয়জন : ও, তাই নাকি! তা কোন কারণে উনি এত বিখ্যাত?
প্রথমজন : আরে! সেটাই তো জানি না।
সূত্র : বিখ্যাতদের রঙ্গমঞ্চ